ডার্ক মোড
Tuesday, 25 March 2025
ePaper   
Logo
সরকারি ছুটির সঙ্গে সঙ্গতি রেখে সংবাদ মাধ্যমে ছুটির দাবি ডিইউজে’র

সরকারি ছুটির সঙ্গে সঙ্গতি রেখে সংবাদ মাধ্যমে ছুটির দাবি ডিইউজে’র

নিজস্ব প্রতিবেদক

ঈদের ছুটির সঙ্গে সঙ্গতি রেখে সংবাদ মাধ্যমে কমপক্ষে ৫ দিনের ছুটি দেয়ার দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়ন।

বৃহষ্পতিবার (২০ মার্চ ২০২৫) ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ২য় বছরের সভাপতির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান থেকে এসব দাবি জানান সংগঠনের নেতারা।

এদিন ডিইউজে’র ১ম বছরের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ২য় বছরের সভাপতি সাজ্জাদ আলম খান তপুর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

সভায় নেতৃবৃন্দ বলেন, পত্রিকা মালিকদের সংগঠন নিউজ পেপারস ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এবারের ঈদে তিন দিন ছুটির যে ঘোষণা দিয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারি ছুটি ভোগ করা সাংবাদিকদের অধিকার। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবার ঈদে যেখানে দীর্ঘ ছুটিতে যাচ্ছেন সেখানে সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক-কর্মচারীদের তিন দিনের জন্য ছুটি ঘোষণা হাস্যকর।

সভা থেকে পত্রিকা, টেলিভিশন ও অনলাইনে কর্মরত সাংবাদিকদের জন্য ছুটি বাড়িয়ে কমপক্ষে ৫ দিন করার দাবি জানানো হয়।

ডিইউজে সাধারণ সম্পাদক আকতার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মিঠু, যুগ্ম সম্পাদক মো. শাহজাহান মিঞা, কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রæব, আইন বিষয়ক সম্পাদক আসাদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মামুন শেখ, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, কল্যাণ সম্পাদক মো. শাহজাহান স্বপন, নির্বাহী পরিষদ সদস্য সাজেদা হক, অনজন রহমান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন