ডার্ক মোড
Saturday, 19 April 2025
ePaper   
Logo
আশাশুনি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৫ দোকান ও একটি স্কুল পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৫০ লক্ষাধিক টাকা

আশাশুনি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৫ দোকান ও একটি স্কুল পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৫০ লক্ষাধিক টাকা

 সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি (সাতক্ষীরা):
আশাশুনি সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বিশেষায়িত স্কুল পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার ভোর ৬টার দিকে উপজেলা পরিষদ মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।আগুন লাগার সঙ্গে সঙ্গেই মুহূর্তের মধ্যে আলমগীর হোসেন পিন্টুর "তারিক হার্ডওয়ার", প্রফেসর বজলুর রহমানের "লিজা ফার্নিচার", শিমুল হোসেনের "শিমুল ফার্নিচার", "জননী টেইলার্স", "মিরাজ টি-স্টল" এবং একটি বুদ্ধি প্রতিবন্ধী স্কুল আগুনে আক্রান্ত হয়।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ভাড়াটিয়া আঃ সামাদ ধোঁয়া দেখে দ্রুত ফায়ার সার্ভিস ও সিভিল সার্ভিসে মোবাইল ফোনে খবর দিলে, মাত্র ১০-১৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে যায়। তাদের তৎপরতায় ১৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং ৫০ মিনিটের মধ্যেই আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলমগীর হোসেন পিন্টু জানান, তার দোকানের প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। একইভাবে প্রফেসর বজলুর রহমানের ফার্নিচার দোকানে ১১ লক্ষ এবং শিমুল ফার্নিচারে প্রায় ৫ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন