
বান্দরবানে বুদ্ধমূর্তি স্নান অনুষ্ঠানে হাজারো পূর্ণার্থীর ঢল
সোহেল কান্তি নাথ, বান্দরবান:
বান্দরবানে সাংগ্রাই উপলক্ষ্যে বুদ্ধমূর্তি স্নান অনুষ্ঠানে হাজারো পূর্ণার্থীর ঢল নেমেছে। অনুষ্ঠানকে ঘিরে মারমা সম্প্রদায়ের পাশাপাশি বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশ নেয় বুদ্ধমর্তি স্নানে। পুরনো বছরের সব গ্লানি আর জরাকে ধুয়ে মুছে নতুন বছরকে স্বাগত জানাতে ধর্মীয় ভাবগাম্বর্ীর্যের মধ্য দিয়ে বুদ্ধ মুর্তি স্নান অনুষ্ঠানের আয়োজন করেছে বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা স¤প্রদায়। এ উপলক্ষে সোমবার
(১৪ এপ্রিল) দুপুরে বৌদ্ধ ধর্মালম্বী হাজারো নর—নারী ও যুবক—যুবতীদের অংশগ্রহনে বান্দরবান জেলা শহরের রাজগুরু বৌদ্ধ বিহার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে
শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উজানী পাড়ায় সাঙ্গু নদীর খেয়াঘাটে গিয়ে শেষ হয়। এসময় বর্ণাঢ্য শোভাযাত্রায় বৌদ্ধ ধর্মালম্বীরা ঐতিহ্যবাহী পোশাকে সারিবদ্ধভাবে
খালি পায়ে হেটে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং বুদ্ধ মুর্তিকে স্নান করানোর জন্য পবিত্র চন্দনের জল হাতে নিয়ে সাঙ্গু নদীর ঘাটে সমবেত হয়। এদিকে পূর্ণ্যবান এই ধর্মীয় আয়োজনে সামিল হতে পেরে খুশি বৌদ্ধ ধর্মাবলম্বী তরুণ—তরুণীরা।
এসময় সাঙ্গু নদীর তীরে আয়োজন করা হয় এক ধর্মীয় দেশনা সভা বান্দরবান সদরের উজানী পাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ড.সুবন্নলংকারা মহাথের কৃতিত্ব । অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় সকলে সমবেত প্রার্থনা করে এবং পুরাতন
বছরকে বিদায় জানিয়ে নতুন দিনের সুখ শান্তির আহবান করে। ধর্মীয় দেশনা শেষে বুদ্ধ মুর্তিকে পবিত্র চন্দন জল দিয়ে স্নান করিয়ে জাগতিক ও পরকালের শান্তি কামনা করেন পূর্ণার্থীরা।এদিকে বর্ণিল এই অনুষ্ঠান দেখতে সাঙ্গু নদীর তীরে ভীড় করেছে স্থানীয়, দেশি—বিদেশিপর্যটকরা।