
দ্য কান্ট্রি টুডে সম্পাদকের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক, শাহবাগ থানায় জিডি
স্টাফ রিপোর্টার:
দ্য কান্ট্রি টুডে এবং নিউজপোর্টাল businessnews24bd.com-এর সম্পাদক ও প্রকাশক মো. হেমায়েত হোসেন-এর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সোমবার বিকেলে দুর্বৃত্তদের দ্বারা হ্যাক করা হয়েছে।
অ্যাকাউন্টটি হ্যাক করার পর হ্যাকাররা ওই নাম্বারে থাকা কনটাক্টদের কাছে মেসেজ পাঠিয়ে অর্থ চেয়ে প্রতারণামূলক ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সোমবার সন্ধ্যায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর–৮৪৮) করা হয়েছে।
দ্য কান্ট্রি টুডে-এর জুনিয়র রিপোর্টার মো. জুনায়েদ আহমেদ শামীম হেমায়েত হোসেনের পক্ষ থেকে জিডিটি দায়ের করেন।
এই বিষয়ে তদন্তের দায়িত্ব পেয়েছেন ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান।
জিডিতে উল্লেখ করা হয়েছে, হ্যাকার ও দুর্বৃত্তরা ০১৭১৩০৩৪১২১ এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি ব্যবহার করে যে কোনো ধরনের সাইবার অপরাধ সংঘটিত করতে পারে। তাই সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে এবং উক্ত নাম্বার থেকে কোনো আর্থিক লেনদেন বা সাহায্যের অনুরোধে সাড়া না দিতে অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন