
ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্ট'স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্ট'স ফোরামের ইফতার মাহফিল ২২ মার্চ শনিবার রাজধানীর কারওয়ান বাজারের ষ্টার কাবাব রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে সংগঠনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক আবুল বাশার আকন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত শাহা, কামরুজ্জামান শিশির,মাসুদ রানা জুমুর, জাকির হোসেন, শাহাদত হোসেন, আলমগীর হোসেন ও সৈয়দ কামরুজ্জামানসহ সংগঠনের নির্বাহী পরিষদের নের্তবৃন্দসহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের উপদেষ্টা সাংবাদিক নেতা জাকির হোসেন তার বক্তব্যে বলেন, আগামীতে আরো বৃহৎ পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হবে, মির্জাগঞ্জ উপজেলার যে কোন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করার তাগিদ দেন তিনি।
এমজেএফ সভাপতি ও এটিএন নিউজের বিশেষ প্রতিবেদক মো: আমিনুল ইসলাম উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, আগামীতে মির্জাগঞ্জের সকল শ্রেণি-পেশার মানুষদের নিয়ে বড় পরিসরে আমরা ইফতার সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে চাই। এসময় ঈদ পরবর্তী মিলনমেলা আয়োজনের কথাও জানান তিনি।
রাজধানীতে থেকে মির্জাগঞ্জের মানুষের পাশে থাকার অঙ্গীকার করে আমিনুল ইসলাম আরও বলেন, মির্জাগঞ্জ আমাদের শিকর। আমরা সবসময় মির্জাগঞ্জের সকল উন্নয়ন কর্মকাণ্ডসহ নিপীড়িত মানুষের পাশে থেকে কাজ করতে চাই।
সাধারণ সম্পাদক ও দ্য কান্ট্রি টুডের সাব-এডিটর মো: আসাদুজ্জামান (সজীব) সংগঠনের আগামীর সকল প্রোগ্রামে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন আমরা যেহেতু সবাই একই উপজেলার স্থায়ী বাসিন্দা তাই আমাদের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতা আরো বাড়াতে হবে। এছাড়াও তিনি বলেন নির্বাহী পরিষদ একটা সাংগঠনিক প্রক্রিয়া মাত্র কিন্তু আমাদের সকল সদস্যদের পরামর্শ ও মতামত নিয়ে এগিয়ে যেতে চাই।
সংগঠনের সকল সদস্যই তাদের বক্তব্যে সংগঠনকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন ও মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: আমিনুল ইসলাম, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান সজীব ও দোয়া মোনাজাত পরিচালনা করেন সংগঠনের নির্বাহী পরিষদের সদস্য সিনিয়র সাংবাদিক মো: আবুল বাশার আকন।
সকলের মাঝে ইফতার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।