
সেবা মানব কল্যাণ কেন্দ্র এস এম কে কে‘র বেতাগীতে নাগরিকতা প্রকল্পের অবহিতকরন সভা
বেতাগী (বরগুনা্)প্রতিনিধি
বরগুনার বেতাগীতে নাগরিকতা প্রকল্পের প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে) দুপুর ১১ টায় উপজেলা কমপ্লেক্সের হল রুমে নাগরিকতা প্রকল্পের বেতাগী উপজেলা কো—অর্ডিনেটর— মাইনুদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো.বশীর গাজী।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: মাছুম বিল্লাহ,উপজেলার ৪ ইউনিয়নের ইউনিয়ন চেয়ারম্যান, গণমাধ্যম কর্মি, সুশীলসমাজ ও অন্যান্য সরকারি বেসরকারি প্রতিনিধি এবং সেবা মানব কল্যান কেন্দ্রের কর্মকর্তাগণ।
জানা গেছে, সুইজারল্যান্ড এ্যম্বাসী, কানাডা ও জার্মান সংস্থা জিএফএ কনসালটেন্সি ফার্মের আর্থিক সহযোগিতায় ৩ বছর মেয়াদি এ প্রকল্পের অধীনে উপজেলার ৪টি ইউনিয়নের সুবিধাবঞ্চিত ৪ হাজার ৮০০ নাগরিক সরাসরি ও ২০ হাজার নাগরিক পরোক্ষ সুবিধাভোগী হবেন।
এ প্রকল্পের আওতায় নারী ক্ষমতায়ন ও বিচারিক ন্যায়— পরায়নতা ও শান্তি শৃংঙ্খলা কেন্দ্রিক সচেতনতা, এ্যাডভোকেসি সহায়তা ও লাইফ স্কিল,জলবায়ু ন্যয্যতা, সরকারের পরিকল্পনায় নারীদের অন্তর্ভুক্তি ও নারীদের আইজিএ কেন্দ্রিক সহায়তা দেবে।
প্রধান অতিথির বক্তব্যে বেতাগী উপজেলার নির্বাহী অফিসার মো. বশীর গাজী বলেন, এস.এম.কে.কে বাস্ত বায়নাধীন নাগরিকতা প্রোগ্রোমের জন্য এ উপজেলা নির্বাচন অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। তবে প্রকল্পের সুবিধাভোগীরা যেন পরামর্শ ও এ্যাডভোকেসী সহায়তা সেবার পাশাপাশি যেন প্রকৃত সেবা পেয়ে স্বাবলম্বী হতে পরে। তাছাড়াও প্রতিটি ইউনিয়নের নিষক্রিয় বা অর্ধ সক্রিয় গ্রাম আদালতকে সক্রিয় করণ ও সুবিধা বঞ্চিত প্রান্তিক জসগোষ্ঠির মাঝে লিগ্যাল এইড সেবা নিশ্চয়তা করতে হবে।
সভায় উপজেলা পর্যায়ের সরকারি কমকর্তা, গণমাধ্যম কর্মি ও মোকামিয়া, বুড়ামজুমদার, সরিষামুড়ি ও কাজিরাবাদ ইউনিয়নের ইউপি সদস্য, সচিব ও কমিউনিটি সোশ্যাল অর্গানাইজেশনের ৩৫ জন সদস্য অংশ গ্রহন করেন।