
রাউজানে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ৬৩ হাজার জরিমানা
রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম রাউজানে বিভিন্ন সড়ক থেকে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশমার (ভূমি) ও পৌর প্রশাসক অংছিং মারমার নেতৃত্বে রাঙামাটি মহাসড়ক, রাউজান উপজেলার মুন্সিরঘাটা, জলিল নগর, ফকিরহাট বাজার পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে অবৈধ ভাসমান ফুসকার দোকান, ফলের দোকানসহ বিভিন্ন ভাসমান সকল প্রকার দোকানপাট উচ্ছেদ করা হয়।এসময় স্থানীয় সরকার আইন (পৌরসভা) আইন, ২০০৯ এ ১৬টি মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়।অপরদিকে সকাল বেলায় রাউজান উপজেলার কয়েকটি অটো রাইস মিলে অভিযান পরিচালনা করা হয়েছে। রাইস মিলে পাটের বস্তা ব্যবহার না করায় চার ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইদিন বিকাল সাড়ে ৫টায় পশ্চিম গহিরা সর্ত্তারঘাট এলাকায় চট্টগ্রাম রাঙামাটি মহাসড়ক দখল করে অবৈধ বালুর বিক্রয়কেন্দ্র খোলায় ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পৃথক পৃথক এসব অভিযানে ১৬টি মামলা ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়।রাউজান উপজেলা সহকারী কমিশমার (ভূমি) অংছিং মারমা বলেন, সড়কের যানজট নিরসন এবং ফুটপাতে পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।