
বাঘায় ধর্ষণ মামলার আসামী আটক
বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন কোর্টমোড় নামক এলাকায় র্যাব-৫ অভিযান পরিচিলনা করে ৮ বছরের মেয়ে শিশু কে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামী সামায়ন কবির জয়কে(১৭) আটক করেছে। সে বাঘা পৌরসভার চকছাতারী গ্রামের হানিফ মিস্ত্রীর ছেলে।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে,বুধবার(১৯ মার্চ) আট বছর বয়সের ওই শিশুটি চতুর্থ শ্রেণিতে পড়ে। পিতা-মাতার অনুপস্থিতিতে বাড়িতে গিয়ে বাঘা পৌর এলাকার চকছাতারী গ্রামের জয় হোসেন (১৮) নামের এক কিশোর ১০০ টাকার লোভ দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে।কিছুক্ষণ পর মেয়ের মা বাড়িতে এলে জয় পালিয়ে যায়। পরে ছেলেটির পরিবারকে বিষয়টি জানালেও তারা কোনো ব্যবস্থা নেননি। এরপর ওই দিন রাতে জয়কে প্রধান আসামি করে বাঘা থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন শিশুটির মা।উক্ত ঘটনাটি এলাকায় ব্যপক চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি করে এবং ঘটনাটি দেশব্যাপী প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়াতেও ব্যাপক সাড়া ফেলে ।
পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অদ্য ২৭/০৩/২০২৫ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-৫ এর একটি আভিযানিক দল তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের প্রেক্ষিতে গভীর রাতে অভিযান পরিচালনা করে রাজশাহী মহানরগীর রাজপাড়া থানাধীন কোর্টমোড় নামক এলাকা হতে উক্ত ধর্ষণ মামলার একমাত্র আসামী মোঃ সামায়ন কবির জয় (১৭) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
উক্ত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী জেলার বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন