ডার্ক মোড
Sunday, 25 May 2025
ePaper   
Logo
বরগুনায় সংগ্রাম কর্মীদের সক্ষমতা বৃদ্ধি  বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বরগুনায় সংগ্রাম কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

 

 
অলিউল্লাহ্ ইমরান, বরগুনাঃ
সংগ্রাম এর স্থায়ী ক্ষুদ্র উদ্যোগ  এবং সহনশীল  রূপান্তর  (SMART) প্রকল্প এর আয়োজনে প্রকল্পের আওতায় থাকা ১১টি শাখায় কর্মরত কর্মকর্তাদের নিয়ে ‘কর্মীদের সক্ষমতা বৃদ্ধি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯ টার দিকে সংগ্রাম প্রধান কার্যালয়ের হল রুমে এ ওয়ার্ল্ড ব্যাংক এর অর্থায়নে, পিকেএসএফ এর সহযোগিতায় এবং সংগ্রাম এর বাস্তবায়নে চলমান প্রকল্প’র কার্যক্রম নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশাল’র উদ্বোধন করেন- সংগ্রাম’র নির্বাহী পরিচালক চৌধূরী মুনীর হোসেন। 
 
প্রোগ্রাম ফোকাল পার্সন ও পরিচালক (ঋণ) মোঃ হুমায়ুন কবীর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিনিয়র পরিচালক (প্রোগ্রাম) মোঃ ইউসুফ, সিনিয়র পরিচালক (মানব সম্পদ ও প্রশাসন) রেশমাতুজ্জামান, পরিচালক (প্রশিক্ষণ) মোঃ মাসউদ সিকদার, সহকারী পরিচালক (ঋণ) ফয়সাল আহম্মদ। প্রশিক্ষণ কর্মশালায় প্রকল্প সম্পর্কে আলোচনা করেন- প্রকল্প ব্যবস্থাপক মোঃ আবু নাঈম। 

স্থায়ী ক্ষুদ্র উদ্যোগ  এবং সহনশীল  রূপান্তর  (SMART) প্রকল্প   নামে এই প্রকল্পটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা ও বরগুনা জেলার ৩ টি উপজেলায় (বরগুনা সদর, তালতলী ও পাথরঘাটা) ২৮ টি ইউনিয়নে সংগ্রাম’র ১১ টি শাখার মাধ্যমে মাছ শুঁকাতে মাচা ও ফিস ড্রায়ারের ব্যাবহার, কীটনাশক দিয়ে মাছ সংরক্ষণ বন্ধকরণ, মিনি কোল্ড স্টোরেজের ব্যাবহার, কমিউনিটি পর্যায়ে হাঁস-মুরগী ও মাছের খাদ্য তৈরীর মেশিন স্থাপন, শুঁটকি শুকানোর স্থানে সুপেয় পানির ব্যবস্থা সহ কমিউনিটি টয়লেট স্থাপন, মাছ ধোয়ার জন্য ড্রেনেজ সুবিধা সহ উঁচু প্লাটফরম স্থাপন, সামুদ্রিক পর্যটন এলাকায় প্লাস্টিক হাব স্থাপন, শুঁটকি ও সামুদ্রিক মাছ বাজারজাত করনের জন্য আউটলেট স্থাপন, বাজারজাত করনের জন্য অন-লাইন প্লাটফরম স্থাপন, মাছ ধরার ট্রলারে মাল্টিফাংশনাল ফিশ ফাইন্ড ও ইকো সাউন্ড’র ডিভাইস স্থাপন করা, প্রয়োজনমত বিদ্যুৎ সাশ্রয়ী লাইট ব্যবহার করা, শুঁটকি সংরক্ষণাগারে ট্রান্সপারেন্ট শিট ব্যবহার করা, ইঞ্জিনিয়ারিং প্রোটোকল অনুসারে জানালা স্থাপন/সংস্কার করা নিয়ে মোট এক হাজার ক্ষুদ্র উদ্যোক্তাদের সাথে কাজ করবে। 

 
স্মার্ট প্রজেক্ট প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবহার করে পরিবেশের দূষণ কমিয়ে অধিক সম্পদ উৎপাদনের লক্ষ্যে কাজ করেছে। প্রকল্পটি চলতি বছরের গত ২০ ফেব্রুয়ারী শুরু হয়েছে। এটি আগামী ২০২৮ সালের জুন মাস পর্যন্ত চলমান থাকবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন