
বরগুনায় সংগ্রাম কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
স্থায়ী ক্ষুদ্র উদ্যোগ এবং সহনশীল রূপান্তর (SMART) প্রকল্প নামে এই প্রকল্পটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা ও বরগুনা জেলার ৩ টি উপজেলায় (বরগুনা সদর, তালতলী ও পাথরঘাটা) ২৮ টি ইউনিয়নে সংগ্রাম’র ১১ টি শাখার মাধ্যমে মাছ শুঁকাতে মাচা ও ফিস ড্রায়ারের ব্যাবহার, কীটনাশক দিয়ে মাছ সংরক্ষণ বন্ধকরণ, মিনি কোল্ড স্টোরেজের ব্যাবহার, কমিউনিটি পর্যায়ে হাঁস-মুরগী ও মাছের খাদ্য তৈরীর মেশিন স্থাপন, শুঁটকি শুকানোর স্থানে সুপেয় পানির ব্যবস্থা সহ কমিউনিটি টয়লেট স্থাপন, মাছ ধোয়ার জন্য ড্রেনেজ সুবিধা সহ উঁচু প্লাটফরম স্থাপন, সামুদ্রিক পর্যটন এলাকায় প্লাস্টিক হাব স্থাপন, শুঁটকি ও সামুদ্রিক মাছ বাজারজাত করনের জন্য আউটলেট স্থাপন, বাজারজাত করনের জন্য অন-লাইন প্লাটফরম স্থাপন, মাছ ধরার ট্রলারে মাল্টিফাংশনাল ফিশ ফাইন্ড ও ইকো সাউন্ড’র ডিভাইস স্থাপন করা, প্রয়োজনমত বিদ্যুৎ সাশ্রয়ী লাইট ব্যবহার করা, শুঁটকি সংরক্ষণাগারে ট্রান্সপারেন্ট শিট ব্যবহার করা, ইঞ্জিনিয়ারিং প্রোটোকল অনুসারে জানালা স্থাপন/সংস্কার করা নিয়ে মোট এক হাজার ক্ষুদ্র উদ্যোক্তাদের সাথে কাজ করবে।