
গোপালগঞ্জে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা-২০২৫ উদ্বোধন
গোলাম রব্বানী, গোপালগঞ্জ
গোপালগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে রোববার (২৫ মে) সকালে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা-২০২৫-এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। “নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি” প্রতিপাদ্যকে সামনে রেখে এই মেলার আয়োজন করা হয়েছে।
ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় গোপালগঞ্জ জেলা প্রশাসন এবং সদর উপজেলা ভূমি অফিস এই মেলার আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মিজ বাবলী শবনম, সহকারী ভূমি কর্মকর্তা এস. এম. আনিচুর রহমানসহ ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি এবং সেবা প্রত্যাশীগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, “বাংলাদেশের ভূমি সেবা ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ভূমি সেবার ডিজিটালাইজেশন কার্যক্রম নাগরিকদের জন্য স্বস্তিদায়ক হয়েছে। হয়রানি মুক্ত জনবান্ধব ভূমি সেবা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে ভূমি মন্ত্রণালয় বদ্ধপরিকর।”
মেলা উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শুভযাত্রা বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মেলা চলবে ২৫ থেকে ২৭ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলায় নির্ধারিত স্টলে গিয়ে অনলাইনে নামজারি আবেদন, জমির খতিয়ান সংগ্রহ, মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি সহ বিভিন্ন ভূমি সেবা গ্রহণ করা যাবে।
আয়োজকরা জানান, নাগরিকদের আধুনিক প্রযুক্তি নির্ভর জনবান্ধব ভূমি সেবা প্রদানের লক্ষ্যে এ ভূমি মেলার আয়োজন করা হয়েছে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন