
বরিশালে ইএসডিও এর এ্যাডভোকেসী ক্যাম্পিং অনুষ্ঠিত
মাসুদ রানা, বরিশাল ব্যুরো
বরিশালে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যাগে ইউনিসেফ এর সার্বিক সহযোগিতায় এ্যাডভোকেসী ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
২৫মে রবিবার সকাল ১১ ঘটিকায় নগরীর সিএন্ডবি রোড সেইন্ট বাংলাদেশ এর কনফারেন্স কক্ষে এই আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জনাব লুসিকান্ত হাজং,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বরিশাল।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
এ কে এম আখতারুজ্জামান তালুকদার উপ-পরিচালক সমাজসেবা কার্যালয় বরিশাল,মেহেরুন নাহার মুন্নি উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল, প্রিন্স বাহউদ্দিন তালুকদার উপ-পরিচালক অধিদপ্তর বরিশাল, আনোয়ার হোসাইন চিফ ফিল্ড অফিসার ইউনিসেফ বরিশাল।
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ৪০৮ উপজেলা ৫৩ জেলায় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বর্তমানে বরিশালে সদর উপজেলা সহ মুলাদি, মেহেন্দিগন্জ,ভোলাতে কার্যক্রম চলমান রয়েছে। সমাজের ১৫-২৪ বছর বয়সী নারীদের নিয়ে প্রশিক্ষন এবং চাকরির ব্যবস্হা করা। স্হানীয় লোকজন ও সরকারি কর্মকর্তাদের মতামত এর ভিত্তিতে প্রাথমিকভাবে স্কুল থেকে ঝরে পড়া, বাল্যবিবাহ,ডিভোর্স প্রাপ্ত,এসব বিবেচনা করে নির্বাচন করা হয়। প্রান্তিক পর্যায়ে,সুবিধা বঞ্চিত,অসহায় এসব মানুষদের নিয়ে কর্মকাণ্ড পরিচালনা করা হয়। স্কিল উন্নয়নের প্রশিক্ষন প্রদান। উদ্দ্যাগতা হিসেবে তৈরি করা।যাচাই বাচাই শেষে চাহিদা নিরুপন করা।দক্ষতা উন্নয়ন বৃদ্ধির ব্যবস্হা করা,ফলোআপ তৈরি করা।
বরিশাল সদরে ১২৬০ জন, মুলাদিতে ২২৫জন,মেহেন্দিগন্জে ৬০ জন প্রশিক্ষন প্রাপ্ত হয়েছেন। এপর্যন্ত সর্বমোট ৬১৫ জনের চাকরির ব্যবস্হা করা হয়েছে। সর্বশেষ চাকরির মেলার আয়োজন করা হয়। সেখান থেকে ১১৭ জন চাকরির ব্যবস্হা হয়।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন