
তাড়াইলে ভূমি মেলা'২৫ অনুষ্ঠিত
তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের তাড়াইলে ভূমি মেলা-২০২৫ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, উক্ত মেলা আগামী ২৭শে মে পর্যন্ত চলমান থাকবে।
২৫ মে (রোববার) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারি কমিশনার (ভূমি) মো: হাবেল উদ্দিনের সভাপতিত্বে ও ৪নং জাওয়ার ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আশরাফুজ্জামান শিবলীর সঞ্চালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির উদ্বোধনী বক্তব্যে মো: হাবেল উদ্দিন ভূমি বিষয়ক যেকোনো সেবা পেতে ১৬১২২ নাম্বারের সহযোগিতা নেওয়ার পরামর্শ প্রদান করেন। তিনি আরো বলেন, কোন জমি ক্রয় করার পর সাথে সাথে নামজারির আবেদন করে খাজনা পরিশোধ করে কাগজপত্র সঠিক রাখতে হবে। এ সংক্রান্ত বিষয়ে কোন ওয়েবসাইটে কিভাবে সেবা পাওয়া যাবে তা সরাসরি প্রজেক্টরের মাধ্যমে উপস্থিত সকল দর্শকদের দেখানো হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: পপি খাতুন। তিনি বলেন- ডিজিটাল সেবা প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে পৌঁছে দিতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এখন ঘরে বসেই যেকোনো কাজ সম্পন্ন করা সম্ভব। তার জন্য প্রয়োজন হলো অবগত থাকা। একটি স্মার্ট ফোন দিয়েই বাংলাদেশের যেকোনো জমির দাগ নম্বর, খতিয়ান, জমির ম্যাপ সহ খাজনা-খারিজের আবেদন করতে পারেন। কোনো দালাল ছাড়াই নিজের কাজ সম্পন্ন করা যায়। যদি কেউ এই বিষয়ে আমাদের কাছে সহযোগিতা চান আমরা সবসময় সহযোগিতা করতে প্রস্তুত।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপজেলার সকল দফতরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ভূমি উপ-সহকারী, শিক্ষকমন্ডলী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন