ডার্ক মোড
Monday, 26 May 2025
ePaper   
Logo
নীলফামারীর জলঢাকায় তিনদিন ব্যাপী  ভূমি মেলার উদ্বোধন

নীলফামারীর জলঢাকায় তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন

নীলফামারী সংবাদদাতা
 
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি - নিজের জমি সুরক্ষিত রাখি এ প্রতিপাদ্য শ্লোগানকে ধারন করে নীলফামারীর জলঢাকায় তিনদিন ব্যাপী ভূমি মেলা ২০২৫ইং এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের অটোমেশন প্রকল্পের আওতায় ভূমি ব্যবস্থাপনা ও ভূমি সংস্কার বোর্ডের সহযোগিতায় এবং উপজেলা ভূমি অফিসের সার্বিক আয়োজনে গতকাল ২৫শে মে রবিবার সকালে পৌর ভূমি অফিস কার্যালয়ে এ উপলক্ষে ভূমি মেলা জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার ভূমি এ.বি.এম সারোয়ার রাব্বী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অফিসার কৃষিবিদ সুমন আহমেদ ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ কাজী মুহাম্মদ আতিকুল ইসলাম,থানা অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার কামরুজ্জামান ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান কবীর লেলিন, এ সময় উপস্থিত আরো ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা সুমি আক্তার, সহকারী শিক্ষা অফিসার আনোয়ারুল কবীর প্রমুখ। উক্ত ভূমি মেলা জনসচেতনতা মুলক সভায় সাংবাদিক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সূধী সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। ভূমি মেলা উদ্বোধন শেষে ভিডিপ প্রজেক্টের মাধ্যমে ভূমি সেবা, নামজারি, মিউটেশন, জমি ক্রয় বিক্রয়, দান ও হেবা দলিলসহ জমি সংক্রান্ত বিভিন্ন বিষয়াবলী সম্পর্কে অবহিত করা হয়। সহকারী কমিশনার ভূমি এ.বি এম সারোয়ার রাব্বী জানান,
ভূমি মেলা উদ্বোধনের দিন থেকে আগামী ২৭শে মে পর্যন্ত এ ভূমি সেবা কার্যক্রম চলমান থাকবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন