ডার্ক মোড
Sunday, 25 May 2025
ePaper   
Logo
আদমদীঘিতে ভূমি মেলার উদ্বোধন

আদমদীঘিতে ভূমি মেলার উদ্বোধন

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) 

বগুড়ার আদমদীঘি উপজেলাতে জনবান্ধব ভূমিসেবা সাধারণ মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে সারা দেশের ন্যায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে আজ থেকে তিন দিন ব্যাপী ভূমি মেলার আয়োজন করা হয়েছে।

আজ (২৫ মে) রবিবার সকাল সাড়ে দশ ঘটিকার সময় উপজেলা পরিষদ চত্ত্বরে ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়। বেলা এগারো ঘটিকার সময় সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জন সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন উপজেলা সাব-রেজিস্ট্রার মুদাচ্ছির হাসান, উপজেলা ভূমি অফিসের কানুনগো সুনিল চন্দ্র সরকার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা সুলতান মাহমুদ, থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম রব্বানী, নশরৎ পুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, ছাতিয়ান গ্রাম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহি উদ্দিন তালুকদার, সান্তাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন, কুন্দগ্রাম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোসলেম উদ্দিন, সান্তাহার বীর বিক্রম শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল হোসেন।

এছাড়া ও উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন