ডার্ক মোড
Monday, 26 May 2025
ePaper   
Logo
পিরোজপুরে সাব-রেজিস্টার অফিসে ঘুষ বন্ধের দাবিতে কৃষক দলের মানববন্ধন

পিরোজপুরে সাব-রেজিস্টার অফিসে ঘুষ বন্ধের দাবিতে কৃষক দলের মানববন্ধন

 

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর জেলা সাব-রেজিস্টার অফিসে জমি রেজিষ্ট্রেশনের সময় ঘুষ দাবির অভিযোগের প্রতিবাদে এবং দুর্নীতির অবসানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পিরোজপুর জেলা কৃষক দল।
 
রবিবার (২৫ মে) সকালে শহরের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চুর সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কৃষকদলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আক্তার লায়ন হোসেন সেন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন, পিরোজপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান মাসুম, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাবিব খান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিত রশিদ বাপ্পি, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মিজান শেখ এবং সদর উপজেলা কৃষকদলের সভাপতি আতিকুর রহমান পারভেজ।
 
বক্তারা বলেন, জমি রেজিস্ট্রেশনের মত গুরুত্বপূর্ণ কাজে ঘুষ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। সরকারি একটি গুরুত্বপূর্ণ দপ্তর হওয়া সত্ত্বেও সাব-রেজিস্ট্রার অফিসে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। তারা অবিলম্বে এই ঘুষ বাণিজ্য বন্ধ করে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবের আহ্বান জানান। এ সময় বক্তারা আরও জানান, ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন