
নওগাঁর মান্দায় ভূমি সেবা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত
এম রেজাউল ইসলাম, নওগাঁ
নওগাঁর মান্দায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার(২৫ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম এ মেলার উদ্বোধন করা হয়। এর পূর্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো. শাহ আলম মিয়া
সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এম.এ মতিন, উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল ও আব্দুল মতিন মণ্ডল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সকল সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরনের সেবা মেলা আয়োজন করা হয়েছে। ভূমি অফিসের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ প্রসঙ্গে ইউএনও শাহ আলম মিয়া বলেন, ‘ভূমি সেবা এখন মানুষের খুব সহজলভ্য। সরকার ডিজিটাল পদ্ধতির মাধ্যমে ভূমি সেবা ব্যবস্থাকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে দৃঢ প্রতিজ্ঞ। এই মেলার মাধ্যমে জনগণের ভূমি সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন