ডার্ক মোড
Thursday, 12 December 2024
ePaper   
Logo
নরসিংদীতে অংশীজনদের সাথে গ্রাম আদালত বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

নরসিংদীতে অংশীজনদের সাথে গ্রাম আদালত বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় “গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরীতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনা বিষয়ক অংশীজনদের সাথে এক সমন্বয় সভা” গতকাল বুধবার সকালে নরসিংদী জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগ নরসিংদীর উপপরিচালক মৌসুমী সরকার রাখীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের নরসিংদী জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার আহসানুল হক মিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম, মো. মোখলেছুর রহমান (উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর), মাসুদুল হাসান তাপস (উপপরিচালক, সমাজ সেবা অধিদপ্তর), সেলিনা আক্তার (উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর) অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন, জেলা সহকারী তথ্য অফিসার আফসানা আক্তার।

সভায় গ্রাম আদালতের বিচারিক সেবা নিশ্চিত করার জন্য স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণার জন্য বিস্তারিত আলোচনা হয়।
প্রধান অতিথিতির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রচার-প্রচারনার মাধ্যমে গ্রামীণ সাধারণ জনগণের কাছে গ্রাম আদালত নিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, যতদিন পৃথিবী থাকবে ততদিন বিরোধ থাকবে, এই বিরোধগুলো সমাধানের অনেক পথও আছে, সেই পথের একটি হচ্ছে গ্রাম আদালত। এ গ্রাম আদালত সক্রিয় করার ক্ষেত্রে ও গ্রাম আদালত পরিচালনায় সরাসরি সম্পৃক্তদের ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন