সান্তাহারে নিবন্ধিত শিশুদের পুরষ্কার প্রদান
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার আয়োজনে আজ বেলা সাড়ে এগারো ঘটিকার সময় পৌরসভা প্রাঙ্গণে জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধিনকৃত শিশুদের বিশেষ পুরষ্কার প্রদান করা হয়।
(১১ ডিসেম্বর) বুধবার বেলা সাড়ে এগারো ঘটিকার সময় সান্তাহার পৌরসভার আয়োজনে পৌরসভা চত্ত্বরে নভেম্বর-২৪ মাসের মধ্যে জন্ম গ্রহণকারী শিশু যাদের জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করা হয়েছে তাদেরকে বিশেষ পুরষ্কার প্রদান করা হয়।
আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে জন্ম নিবন্ধনকারী শিশুদের বিশেষ পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আলী বেগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুল মোহিত তালুকদার, সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপি'র সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু।
এ সময় আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, সিনিয়র কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, পৌরসভার প্রকৌশলী রেজাউল ইসলাম, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নিবন্ধিত শিশুসহ তাদের পরিবারবর্গ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।