ডার্ক মোড
Thursday, 12 December 2024
ePaper   
Logo
জয়পুরহাটে জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জয়পুরহাট প্রতিনিধি

নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

এ উপলক্ষে বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ৯ টায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া পাঠ, বেলা সাড়ে ১১ টায় জয়পুরহাট শহীদ ডা: আবুল কাশেম ময়দানে আলোচনা সভায় জেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক এর সভাপতিত্বে সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন।

এ সময় আরও বক্তৃতা করেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীদের অংশগ্রহণে একটি আনন্দ র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হয়।

পরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন কৃষকদলের নেতাকর্মীরা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন