জয়পুরহাটে জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
জয়পুরহাট প্রতিনিধি
নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এ উপলক্ষে বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ৯ টায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া পাঠ, বেলা সাড়ে ১১ টায় জয়পুরহাট শহীদ ডা: আবুল কাশেম ময়দানে আলোচনা সভায় জেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক এর সভাপতিত্বে সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন।
এ সময় আরও বক্তৃতা করেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীদের অংশগ্রহণে একটি আনন্দ র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হয়।
পরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন কৃষকদলের নেতাকর্মীরা।