ডার্ক মোড
Saturday, 21 December 2024
ePaper   
Logo
১০ দিনে ১৪৪ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬৪

১০ দিনে ১৪৪ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬৪

নিজস্ব প্রতিবেদক

গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অস্ত্র উদ্ধার অভিযানে এখন পর্যন্ত বিভিন্ন প্রকারের ১৪৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযানে ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদরদপ্তর জানায়, ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অস্ত্র উদ্ধার অভিযানে এখন মোট অস্ত্র উদ্ধার ১৪৪টি। এ সময় ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ৮টি রিভলভার, ৪১টি পিস্তল, ১১টি রাইফেল, ১৭টি শটগান, ৫টি পাইপগান, ১৯টি শুটারগান, ১০টি এলজি, ২২টি বন্দুক, ১টি একে ৪৭, ১টি গ্যাসগান, ১টি চাইনিজ রাইফেল, ১টি এয়ারগান, ৩টি এসবিবিএ, ৩টি এসএমজি ও ১টি টিয়ার গ্যাস লঞ্চার।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন