ডার্ক মোড
Saturday, 18 October 2025
ePaper   
Logo
জলঢাকায় এনসিপির ৭ নেতার পদত্যাগ

জলঢাকায় এনসিপির ৭ নেতার পদত্যাগ

 
নীলফামারী সংবাদদাতা
 
জলঢাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অভ্যন্তরীণ কোন্দল এবং পক্ষপাতমূলক নেতৃত্বের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলে দলত্যাগ করেছেন দলের সাতজন সক্রিয় নেতা।দলীয় নেতৃত্বে অনাস্থা ও পক্ষপাতের অভিযোগ ১৭ অক্টোবর ২০২৫ শুক্রবার বিকালে জলঢাকা প্রেস ক্লাব হলরুমে এক সংবাদ সম্মেলন
অনুষ্ঠিত হয়।
জলঢাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অভ্যন্তরীণ কোন্দল এবং পক্ষপাতমূলক নেতৃত্বের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলে দলত্যাগ করেছেন দলের সাতজন সক্রিয় নেতা।
শুক্রবার বিকেলে জলঢাকা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতারা হলেন-১.মামুনুর রশিদ (বকুল) ২. নাজমুল হাসান আদিব ৩. ছাইফুল ইসলাম ৪. চান মিয়া ৫. ফরহাদ হোসেন ৬. আবু বক্কর সিদ্দিক ৭. আব্দুল্লাহিল বাকি সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতাদের পক্ষ থেকে মামুনুর রশিদ বকুল বলেন,"জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) জলঢাকা শাখায় দীর্ঘদিন ধরে একটি কুচক্রী মহল দলীয় কার্যক্রমকে নিয়ন্ত্রণ করছে। আবু সাইদ লিওনের বাসা থেকেই কমিটির বড় একটি অংশ পরিচালিত হচ্ছে, যেখানে ৩-৪ জন ব্যক্তি সব সিদ্ধান্ত নিচ্ছেন। তারা আরও অভিযোগ করেন দলের প্রধান সমন্বয়কারী রেজাউল করিম রাজু এনসিপির সাংগঠনিক নীতিমালা লঙ্ঘন করে এমন ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করেছেন যাদের নাম আওয়ামী লীগের কমিটিতেও অন্তর্ভুক্ত রয়েছেপদত্যাগকারী নেতারা দাবি করেন,"আমাদের কাছে এ বিষয়ে যথেষ্ট প্রমাণ রয়েছে। এনসিপির মতো একটি স্বাধীন রাজনৈতিক প্ল্যাটফর্মকে তারা অন্য দলের ছায়াতলে নিয়ে যেতে চাচ্ছেন, যা আমরা মেনে নিতে পারি না।”কমিটিতে পদ বণ্টনের ক্ষেত্রে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি সিনিয়র ও ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করা হয়েছে স্বজনপ্রীতি ও গোপন আঁতাতের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পদত্যাগ জলঢাকায় এনসিপির সাংগঠনিক ভিতকে নড়বড়ে করে দেবে। ইতিমধ্যে সাধারণ কর্মীদের মাঝেও নেতাদের পদত্যাগ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এদিকে এনসিপির পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন