
প্রধান শিক্ষকর রহস্যজনক মত্যু
দুগার্পুর (নত্রকানা) প্রতিনিধি
নত্রকানার দুগার্পুর উপজলার বারমারী উচ বিদ্যালয়র জনপ্রিয় প্রধান শিক্ষক চদন কুমার দাস (রাখাল) (৫৭) ময়মনসিংহর কমিউনিটি বসড মডিক্যাল কলজ হাসপাতাল পাঁচদিন নিবিড় পর্যবক্ষন থক মত্যু হয়ছ। মঙ্গলবার (১৪ অক্টাবর) সন্ধ্যা ০৭ ঘটিকার সময় তিনি শষ নিঃশ^াস ত্যাগ করন। চদন কুমার দাস পরশহরর ৪নং ওয়ার্ড আমলাপাড়া এলাকার মত চদ্র শখর দাসর বড় ছল।
ওই ¯ুলর শিক্ষক ও ¯ানীয়রা জানান, গত শুক্রবার (১০ অক্টাবর) সকাল ১০ ঘটিকার সময় ওই প্রধান শিক্ষকর স্ত্রী শলী রানী দাস ¯ুলর এক শিক্ষক ক মুঠাফান বলন, তাঁর স্বামী অসু¯্য তাই দ্রুত তাঁর বাসায় চল আসত বলন। পরবর্তিত ওই শিক্ষক হড স্যার অসু¯্য বল তার অন্যান্য শিক্ষক বন্ধুদর নিয় প্রধান শিক্ষকর বাসায় গল, হড স্যারর স্ত্রী তাদর স্যার ক দখত বারণ করন এবং তাড়াাতাড়ি ডাক্তার ক খবর দিত বলন। পর এলাকাবাসী এবং ওই সহকারী শিক্ষকগণ স্যারক হাসপাতাল নিত চাইল তার স্ত্রী হাসপাতাল না নিয় বাড়িতই ডাক্তার আনত বলন।
পরবর্তিত এ বিষয়টি কারা কারা সদহ হল, একপ্রকার জার করই কয়কজন ঘর প্রবশ কর দখত পান, স্যারর শরীর প্রায় ঠান্ডা হয় আসছ। ওনার হাত এবং শরীরর বিভিন ¯ান কাঁটাচিহ্ন রয়ছ। পর দ্রুত অটারিক্সাযাগ তাক দুগার্পুর সরকারি হাসপাতাল নিয় গল, রাগীর অব¯ার অবনতি দখ কর্তব্যরত চিকিৎসক উনত চিকিৎসার জন্য রাগীক দ্রুত ময়মনসিংহ নয়ার পরমর্শ দন। পরবর্তিত রাগীর স্বজনরা দুপুর ১২ঘটিকার দিক এ¤ু^লন্সর মাধ্যম উনত চিকিৎসার জন্য ময়মনসিংহ নিয় যান। পর ময়মনসিংহর কমিউনিটি বসড মডিক্যাল কলজ হাসপাতাল নিয় ভর্তি করন। প্রায় ৫দিন নিবিড় পর্যবক্ষন থকও তাঁক বাঁচাত পারননি চিকিৎসকগন।
একাধিক এলাকাবাসী সুত্র জানা গছ, গত বহস্পতিবার মধ্য রাত স্বামী—স্ত্রীর মাঝ প্রচন্ড বাগ—বিতন্ডতা শুনত পাই এবং কিছু জিনিষপত্র ভাংচুররও শব্দ পয়ছি। তব মাঝ মধ্যই তার স্ত্রীর এমন আচরণ আমরা লক্ষ করি। যার কারন আমরা ওইদিন রাত ওই বাড়িত কউই যাইনি। পরদিন সকাল বিস্তারিত জানত পারি।
প্রধান শিক্ষকর সহকর্মী মাজাম্মল মাস্টার জানিয়ছন, চদন স্যারক তার বাসা থক অচতন অব¯ায় হাসপাতাল নয়ার পর দখত পাই তার গলায় এবং বাম হাত কাটা চিহ্ন রয়ছ এবং কাটার ক্ষত¯ান দিয় তখনা রক্ত ঝরছিলা, সইসাথ মুখ দিয় গন্ধযুক্ত লালা বরাছা। তিনি আরও বলন, তাদর প্রধান শিক্ষকক শারীরিক এবং মানসিক নির্যাতন সহ চতনানাশক কান কিছু খাওয়ানা হয় থাকত পার। আমাদর স্যারক হয়তা অজ্ঞান করার পর, নির্যাতনও করা হয়ছ। স্যারর মত্যু রহস্যজনক, আমরা শিক্ষক সমাজ, তদÍ সাপক্ষ এর দষ্টাÍমুলক শাস্তি চাই।
প্রধান শিক্ষকর মত্যুত ¯ানীয় সচতন নাগরিক সমাজ, বারমারী উচ বিদ্যালয়র শিক্ষক ও ছাত্র—ছাত্রী, উপজলা শিক্ষক সমিতি, বীর মুক্তিযাদ্ধাগণ, দুগার্পুর প্রসক্লাব, পরশহরর ব্যাবসায়ীগণ গভীর উদ্বগ প্রকাশ সহ ন্যায় বিচারর দাবী করছন। অনকই বলছন এই মত্যু রহস্যজনক। দুগার্পুরর প্রানপ্রিয় প্রধান শিক্ষকর নির্যাতন জড়িত ব্যক্তিদর খুঁজ বর কর, তদÍ সাপক্ষ তাদর বিরুদ্ধ আইনগত ব্যব¯া নয়ার জার দাবী জানাছি। নিহতর লাশ ময়নাতদÍর জন্য ময়মনসিংহর সিবিএমসি হাসপাতাল থক ময়মনসিংহ মডিকল কলজ হাসপাতাল আনা হয়ছ।
এ নিয় ময়মনসিংহর কাতায়ালী থানার ওসি শিবিরুল ইসলাম জানান, প্রধান শিক্ষকর মরদহ গতকাল রাতই ময়মনসিংহ মডিকল কলজ হাসপাতাল মর্গ আনা হয়ছ। পরীক্ষা—নিরীক্ষা শষ দুগার্পুর থানায় হস্তাÍর করা হব। পাস্টমর্টমর রিপার্ট পল মত্যুর জট খুল যাব, তব শিক্ষকর স্ত্রী শিলা দাস সহ কয়কজন ক নজরদারিত রাখা হয়ছ।
উল্লখ্য : ওই প্রধান শিক্ষকর ছাট ভাই টুকন চদ্র দাসর গত ছয় মাস আগ আকষ্মিক মত্যু হয়। বিবাহিত জীবন ওই শিক্ষকর কান সÍানাদি না থাকায়, একমাত্র ছাট ভাইয়র ময় টুম্পা দাস ক নিজর ময়র মতা লালন পালন করতন। এটি দখই তার স্ত্রী শলী দাস, ঈষার্ি^ত হয় প্রায়ই ওই শিক্ষকর সাথ ঝগড়া বিবাদ কর সংসার অশািÍ লাগিয় রাখতন। প্রাণপ্রিয় প্রধান শিক্ষক রাখাল স্যারর লাশ এক নজর দখার জন্য, পরশহরর প্রসক্লাব মাড় রাত থক সকাল পর্যÍ দাঁড়িয় রয়ছ শত শত মানুষ। এছাড়া রাখাল স্যারর মত্যুর তদÍ সাপক্ষ বিচারর দাবীত উপজলার বিভিন ¯ুল মানববন্ধন করব শিক্ষার্থীরা।