
বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষকদের দাবি বুঝিয়ে দেওয়া হবে - সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, "আমাদের নেতা তারেক রহমান বলেছেন তার দল আপনাদের (শিক্ষকদের) পক্ষে আছে ,তার দল ক্ষমতায় আসলে আপনাদের দাবি পাই পাই করে বুঝিয়ে দেওয়া হবে। দেশে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়ন করতে হলে সুশাসন লাগবে। আর সুশাসন প্রতিষ্ঠার জন্য দরকার একটি সুষ্ঠু নির্বাচন। কিন্তু এখনো দেশে-বিদেশে একটি গ্রুপ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আমাদের পার্শ্ববর্তী দেশ এখনো চাচ্ছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে। সেটাতো কোনক্রমেই এখন সম্ভব না!"
পটুয়াখালীর মির্জাগঞ্জে শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গতকাল শুক্রবার দুপুরে সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
সুবিদখালী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আকতার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি ও রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মো. জাফর ইমাম সিকদার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সয়েল সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.জাকির হোসেন, দেউলী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম হাওলাদার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কে, এম রাজ্জাক, সুবিদখালী দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মোঃ খাইরুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুবিদখালী সরকারি কলেজের সাবেক অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান,উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন,সাবেক সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম ফরাজি,দপ্তর সম্পাদক কাইফুর রহমান জাকির,
সাবেক কোষাধ্যক্ষ মো. নুর হোসেন মৃধা,উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মো. ফিরোজ আলম গোলদার,মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহিন চৌধুরী পাশা, সাবেক সভাপতি হাসিবুল গনি মুনির খন্দকার,উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামস, যুবদলের সদস্য সচিব গাজী আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.রফিকুল ইসলাম ও ছাত্রদলের আহবায়ক আবুল বাসার মোখলেস প্রমুখ।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন