সাপাহারে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর সাপাহারে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির মাধ্যমে গম,ভুট্টা, সরিষা,সূর্যমুখী, মসুর, খেসারী,চিনাবাদাম,মুগ ও পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬ হাজন ৯ শত ২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার এর হলরুমে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণি সম্পদ কর্মকর্তা ড.গোলাম রাব্বানী,মৎস্য কর্মকর্তা রোজিনা খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান সেলিম প্রমূখ।
এসময় ৩ হাজার ৭ শত ৫০ জন সরিষা চাষির মাঝে ১০ কেজি ডিওপি,১০ কেজি এমওপি, ১ কেজি বীজ বিতরণের উদ্বোধন করা হয়।