লক্ষ্মীপুরে স্বল্প মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর শহরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মোড়ে স্বপ্ল মূল্যে পন্য বিক্রি কার্যক্রম ৩০ অক্টোবর (বুধবার) সকালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর জেলার শাখার আয়োজন এই কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি ক্যাপ্টেন (অব:) মো: ইব্রাহিম। ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি মাও: মোখলেচুর রহমানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মো: রেদোয়ান হোসাইন,ইসমাইল সিরাজী, মাহফুজুর রহমান জাবেরী, কামরুল ইসলাম প্রমুখ।
এসময় অন্যান্য বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ক্যাপ্টেন (অব:) মো: ইব্রাহিম বলেন, দেশব্যাপি নিত্য প্রয়োজনীয় দাম হঠাৎ করে বেড়েই চলেছে এতে করে সাধারণ মানুষ বিপাড়ে পড়েছে। সিন্ডিকেট করে পন্যের দাম বাড়ানো হয়েছে। মানুষকে স্বস্থি দিতে এবং সিন্ডিকেটর চক্রান্ত ভেঙ্গে দিকে ইসলামী যুব আন্দোলন কম মূল্যে মানুষের কাছে পন্য বিক্রি করতে যতদিন বাজার স্বাভাবিক না হবে ততদিন এই কার্যক্রম চলবে বলে জানান তিনি।