ডাকসু'র সাবেক ভিপি, গনঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর'র গনসংবর্ধনা
পটুয়াখালী প্রতিনিধি
ডাকসুর সাবেক ভিপি, গনঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর দশমিনায় আগমন উপলক্ষে গনসংবর্ধনা অনুষ্ঠান জনসমুদ্রে পরিনত হয়েছে।
বুধবার দুপুরের পর থেকেই খন্ড মিছিল নিয়ে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও মহল্লা থেকে ব্যানার, ফেস্টুন ও খন্ড খন্ড মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা। এসময় কানায় কানায় পূর্ণ হয়ে যায় হাই স্কুল খেলার মাঠ প্রাঙ্গনসহ আশপাশের বাড়ি ও দোকান ঘরের ছাদ।বিকাল সাড়ে ৪টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মো. লিয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গনঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বিষেশ অতিথি ছিলেন-উচ্চতর পরিষদ সদস্য কোন অধিকার পরিষদ মো. শহিদুল ইসলাম, সহ-সভাপতি গণঅধিকার পরিষদ আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না,প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক ইউসুফ কাজী, সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তর আব্দুর রহিম সহ অন্যান্যরা।
গণসংবর্ধনায় গনঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর তার বক্তব্যে বলেন, “ফ্যাসিষ্ট সরকার জনসাধারণের নাগরিক অধিকার কেড়ে নিয়ে তার স্বৈরাচারী নিপীড়ন ও নির্যাতন চালিয়ে দেশকে বানিয়েছে এক নায়কতন্ত্র সরকার। দেশের নির্যাতিত জনসাধারণ ও ছাত্র-জনতা বিপ্লব ঘটিয়ে তাজা রক্তের বিনিময়ে এই স্বৈরশাসক ফ্যাসিষ্ট হসিনা সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছে। তাই, আমরা আর কোন ফ্যাসিষ্ট স্বৈরাশাসক সরকার চাইনা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কারও রাজনৈতিক সরকার নয়। তাই, সরকারের আমলারা জনসাধারণের উপর কোন বৈষম্য সৃষ্টি করবেননা।” বক্তব্যের এক পর্যায়ে তিনি আরও বলেন, “সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সরকার গঠন করে নতুন বাংলাদেশ গঠন করতে জনসাধারণের ঐক্যের বিকল্প নাই।” এসময়ে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে অংশগ্রহণ করার আশ্বাস দিয়ে জনসাধারণের সমর্থন ও দোয়া কামনা করেন।