ডার্ক মোড
Thursday, 31 October 2024
ePaper   
Logo
পটুয়াখালী মহাশ্মশানে দিপালীতে শত শত ভক্ত-পূজারীদের সমাগম

পটুয়াখালী মহাশ্মশানে দিপালীতে শত শত ভক্ত-পূজারীদের সমাগম

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে দিপালীতে শত শত ভক্ত-পূজারীদের সমাগমে মুখরিত হয়ে উঠছে সনাতনীদের শ্নশানদিপালী। বুধবার পৌর শহরের দিবা-রাত্র মহাশ্মশানে প্রতিবছরের ন্যায় এবছরও সনাতনীদে সৎকার, শ্মশানদিপালী, শ্যামা পূজা ও লোকনাথা বাবার কার্যকরী কমিটির উদ্যোগে সন্ধ্যা ৬ টায় পুরোহিত মহাশ্মশানের মন্দিরে প্রদীপ প্রজ্জলন ও ধর্মীয় ক্রিয়াদির মধ্যদিয়ে শ্মশানদিপালী পূজার আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

এ পূজা গভীর রাত পর্যন্ত চলবে। এ সময় মহাশ্মশানে আগত শত শত ভক্ত ও পূজারিদেরকে প্রসাদ বিতরন করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সনাতন ধর্মাবলম্বী সৎকার, শ্মশানদিপালী, শ্যামা পূজা ও লোকনাথা বাবার কার্যকরী কমিটির সভাপতি সন্তোষ কুমার দাস, সাধারন সম্পাদক সঞ্জয় কর্মকার, সহ-সভাপতি সুভাষ চন্দ্র বণিক, সহ-সভাপতি কাজল কুমার দাস, প্রচার সম্পাদক রাজীব পাইন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন ব্যানার্জী, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারন সম্পাদক কাজল বরন দাস, বিশিস্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অশোক কুমার দাসসহ সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

ভক্তরা তাদের স্বর্গীয় পিতা-মাতাসহ প্রিয়জনদের বিদায়ী আত্মার শান্তিকামনায় মঠ সমূহে মোমবাতি, আগরবাতি, ধূপকাঠি প্রজ্জলন ও তাদের স্মরণ প্রসাদ প্রদান করা হয়।

এ ছাড়াও শ্মশানে বৃহষ্পতিবার শ্যামা পূজার আয়োজন করা হয়েছে বলেও মহাশ্মশান কমিটির সভাপতি সন্তোষ দাস জানান। এ সময় খিচুরি বিতরন করা হবে বলে কমিটির সাধারন সম্পাদক সঞ্জয় কর্মকার জানান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন