নালিতাবাড়ীতে নেতার বিরুদ্ধে বিএনপির ভাবমুর্তি ক্ষুন্নের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন
খোরশেদ আলম, শেরপুর
শেরপুরের নালিতাবাড়িতে বিএনপির একাংশের ইউএনও ও এসিল্যান্ডকে নিয়ে মিথ্যা তথ্য প্রচার করে সংবাদ সম্মেলন করে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।
বুধবার (৩০ অক্টোবর) বেলা ১২টায় পৌর শহরের শহীদ মিনার মুক্তিযোদ্ধা মঞ্চ প্রাঙ্গণে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
পৌরশহর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক মেয়র ভিপি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম রিপণের সঞ্চালনায় এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দুলাল মিয়া, আইয়ুব আলী সরকার,শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম তালুকদার রিপন, উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া মাকছিম, শ্রমিক দলের সভাপতি সামাদ,ছাত্রদলের আহ্বায়ক আপন সরকার প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয় শেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল আমীন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল বের করে ও মনগড়া কর্মসুচী ঘোষণা করেন। এতে বিএনপির ভাবমুর্তি ক্ষুন্ন করা হয়েছে। পরবর্তীতে এমন মনগড়া কর্মসুচী গ্রহনের দুঃসাহস দেখালে তার বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আরো বলা হয় গত ২৮ অক্টোবর সংবাদ সম্মেলন করে সাবেক আহবায়ক নুরুল আমীন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা ও সহকারী কমিশনার (ভুমি) মো. আনিসুর রহমানের অপসারণের দাবি করেন এবং স্থানীয় কয়েকজন বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজীতে লিপ্ত রয়েছেন বলে উল্লেখ করেন। দলের কারও সঙ্গে যোগাযোগ না করে এককভাবে বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে গত ২৭ অক্টোবর বিক্ষোভ কর্মসুচী ঘোষণা করেন। একই দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা অবৈধভাবে বালু উত্তোলনের পক্ষে ও বিপক্ষে বালু উত্তোলনকারীদের সমাবেশ হওয়ার কথা গোপনে জানতে পেরে ওই সমাবেশকে ঘিরে শহরে ১৪৪ ধারা জারি করেন।
ফলে ওই কর্মসুচী ও একই দিনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসুচীও বন্ধ হয়ে যায়।
এতে তিনি দলের ইমেজ ক্ষুন্ন করেছেন। তাছাড়া , উপজেলা প্রশাসনকে প্রতিপক্ষ বানিয়েছেন নুরুল আমীন। কেন্দ্রীয় বিএনপির ঘোষণা অনুযায়ী প্রশাসনের সঙ্গে কোন প্রকার বৈরিতা নয়, বন্ধুত্বের মাধ্যমে কাজ করার নির্দেশ রয়েছে। কিন্তু তিনি দলীয় নির্দেশ উপেক্ষা করে দলের ইমেজ সঙ্কটে ফেলেছেন উল্লেখ করে জেলা বিএনপির নেতাকর্মীদের কাছে তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক পদবীধারী নেতাদের মধ্যে দুলাল হোসেন, গোলাম কিবরিয়া মাকসিম, জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, মানিক মিয়া, আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অংঙ্গ সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।