ডার্ক মোড
Wednesday, 30 October 2024
ePaper   
Logo
কাউখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষকের বিদায়ী সংবর্ধনা

কাউখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষকের বিদায়ী সংবর্ধনা

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীর সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম গিয়াস উদ্দিন এর অবসরজনিত ও সহকারী শিক্ষক মোঃ ফয়সাল হোসেন, সাঈদ উদ্দিন খানের ৪৩ তম বিসিএস ক্যাডার পদে যোগদান করায় তাদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের আয়োজনে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- কাউখালী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অলক কর্মকার, বিদ্যালয়ের সাবেক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, বিনয় কৃষ্ণ কুন্ডু, সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক মোঃ আহসান বিন শুকুর তানভীর, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, শিক্ষার্থী মাহিয়া রহমান শেফা প্রমুখ।

এ সময় বক্তাগণ বিদ্যালয়ের বিদায়ী শিক্ষকগনের সাথে চাকুরী জীবনের বর্ণাঢ্য কর্ম সময়ের স্মৃতিচারন করেন। বক্তরা আরো বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানে অবসরজনিত বিদায়ী প্রধান শিক্ষক ছিলেন একজন দক্ষ অভিভাবক ও প্রশাসক। তিনি শিক্ষক-ছাত্রী ও কর্মচারীগণ সকলের প্রিয় ছিলেন। তিনি তার কর্মে আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।

এসময় অবসরজনিত বিদায়ী প্রধান শিক্ষক এস এম গিয়াস উদ্দিন তার কর্মজীবনের বিভিন্ন দিক উল্লেখ করে শিক্ষকদের প্রতি উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের সুনাম ধরে রাখতে সকল শিক্ষককে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন