কাঠালিয়ার নাগরিকের অধিকার আদায়ে পথনাটক আহবাহন
কাঠলিয়া(ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ায় নাগরিকদের অধিকার আদায়ে সচেতন ও স্বোচ্চার হওয়ার আহবাহন জানিয়ে অনুষ্ঠিত হলো পথনাটক আহবাহন। নাটক দেখে অধিকার আদায়ে সচেতন স্বোচ্চার হওয়ার অঙ্গিকার দর্শকদের।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সামনে নাটক আহবাহন ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস ফ্যাসিলেটর গ্রæপ (পিএফজি) কাঠালিয়া উপজেলা শাখা এর আয়োজন করে। জাহাঙ্গির নগর বিশ^বিদ্যালয়ের চারুকলা ও নাট্য বিভাগের সুন্দরবন নাট্য থিয়েটারের সদস্যরা এতে অভিনয় করেন। নাটকের পুর্বে শিল্পীরা মঞ্চে গান গেয়ে দর্শকদের মাতিয়ে তোলেন। এর আগে এ দিন সকাল ১০টায় উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া বাজার এবং বিকেলে আওরাবুনিয়া ইউনিয়নের মুন্সিরাবাদ বাজারে এ নাটক মঞ্চায়ন হয়।
প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্ধোধন করেন দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস এ্যাম্বেসেডর নেটওয়ার্ক বরিশাল অঞ্চলের কো-অডিনেটর ও সুজন সম্পাদক সাংবাদিক ফারুক হোসেন খান। সংস্থার জেলা সমন্বয়কারি জাকির হোসেন দুলালের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সুজনের সভাপতি ও পিএফজি সদস্য অধ্যাপক মো. আবদুল হালিম, ইয়ুথ লিডার ও সাংবাদিক মো. সাকিবুজ্জামান সবুর, সমাজ সেবক মনিরুল ইসলাম রঙ্গু, মো. হারুন অর রশীদ, মো. মোশারফ হোসেন মাঝি, সাবেক ইউপি সদস্য শামিম রেজা, তপন কুমার হাওলাদার, মো. নুরুল আলম মিলু ও সাংবাদিক মো.শাহ জামাল প্রমূখ। নাটক দেখে উপস্থিত শত শত দর্শক অধিকার আদায়ে সচেতন ও স্বোচ্চার হওয়ার অঙ্গিকার করেন।
কাঠালিয়ার উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে হত্যা চেষ্টার অভিযোগ আসামী গ্রেফতার ও শাস্তির দাবীতে বামনায় মানববন্ধন
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা কৃষি অফিসের উপসহকারি কৃষি অফিসার অনুপম হাওলাদার পলাশকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার ও শাস্তির দাবীতে মাননবন্ধন অনুষ্ঠিত হয়। উপসহকারি কৃষি অফিসার পলাশের গ্রামের বাড়ী বামনা উপজেলার আমতলি গ্রামে এবং হত্যা চেষ্টার ঘটনাস্থল ওই গ্রামে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বরগুনা জেলার বামনা উপজেলার আমতলী গ্রামের রুহিতা আমতলী সফিপুর সার্বজনীন দূর্গা মন্দিরের (আখড়াবাড়ি) সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। দুই গ্রামের শতাধিক নারী পুরুষ এতে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন, হামলায় আহত কৃষি অফিসারের বাবা অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক বীরেন্দ্রনাথ হাওলাদার, রুহিতা আমতলী সফিপুর হিন্দু কল্যান নবারুন সংঘের সভাপতি নির্ঝর কান্তি বিশ^াস ননী, সাধারণ সম্পাদক রনজিত হাওলাদার, ভুক্তভোগীর স্ত্রী শিপ্রা রানী, প্রতিবেশী সঞ্জীতা রানী, সমাজসেবক মো. রনি খান, মনোতোষ হাওলাদার ও তাপস বেপারী প্রমূখ।
গত ১২ অক্টোবর দুপুরে পুর্ব বিরোধকে কেন্দ্র করে আমতলী গ্রামের একটি চায়ের দোকানে পানির গøাস ভেঙ্গে কৃষি কর্মকর্তার মাথায় কয়েক দফা আঘাত করে স্থানীয় সন্ত্রার্সী সুদেব হাওলাদার ।
এ ঘটনায় ওই কর্মকর্তার স্ত্রী সুদেব হাওলাদারসহ ৪ জনের নামে বামনা থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করে। এ ব্যাপারে বামনা থানার অফিসার ইনচার্জ মো, হারুন অর রশিদ হাওলাদার জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এক আসামীকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয় । তিন আসামী জামিনে আছেন। প্রধান আসামী পলাতক তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।