ডার্ক মোড
Friday, 27 December 2024
ePaper   
Logo
সরকারি পুরস্কার ফেরত দেওয়ার হিড়িক কলকাতার শিল্পীদের

সরকারি পুরস্কার ফেরত দেওয়ার হিড়িক কলকাতার শিল্পীদের

বিনোদন ডেস্ক

পশ্চিমবঙ্গে আরজি কর কাণ্ডের প্রতিবাদে উত্তাল টালিগঞ্জ। এরই ধারাবাহিকতায় এবার একের পর এক সরকারি পুরস্কার প্রত্যাখ্যান করছেন কলকাতার শিল্পীরা। বাংলা বিনোদনে অসামান্য অবদান রাখায় তাদেরকে ‘বিশেষ পুরস্কার’ দিয়েছিল স্থানীয় সরকার। সেই পুরস্কারই ফিরিয়ে দিচ্ছেন তারা।

শিল্পীদের এ তালিকায় রয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, অভিনেতা চন্দন সেন, বিপ্লব ব্যানার্জির মত শিল্পীরা। এবার তালিকায় যোগ হতে চললেন অভিনেতা সুপ্রিয় দত্ত।

ভারতীয় গণমাধ্যমের খবর, নাট্যক্ষেত্রে সর্বোচ্চ সম্মাননা ‘দীনবন্ধু মিত্র পুরস্কার’ ফিরিয়ে দিতে চেয়েছেন চন্দন সেন। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে তিনিই প্রথম পুরস্কার প্রাপক যিনি সরকারি পুরস্কার ফেরাতে চেয়েছেন। আবার তাকে দেখে পুরস্কার ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন সুদীপ্তা চক্রবর্তীও। এছাড়াও পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির পক্ষ থেকে সেরা নির্দেশকের পুরস্কার পান বিপ্লব ব্যানার্জিও। কিন্তু, মঙ্গলবার তিনিও সেই পুরস্কার ফিরিয়ে দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে নাট্য অ্যাকাডেমিতে ইমেল করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন আরও এক অভিনেতা সুপ্রিয় দত্ত।

২০২১ সালে সুপ্রিয় দত্ত ‘পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি পুরস্কার’ পান। সঙ্গে ছিল আর্থিক সম্মাননাও। গত ৫ সেপ্টেম্বর স্থানীয় সরকারকে ইমেল করে দিয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমকে এই অভিনেতা বললেন, ‘আসলে বিপ্লব আমাকে রাস্তাটা দেখাল। আমাকে পুরস্কারটা ভালবেসেই দেওয়া হয়েছিল। কিন্তু এখন অবশ্য সেটা রাখার যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না। আসলে এই সরকার যা কিছু হয় চাপা দেওয়ার চেষ্টা করে। সেটা কেন হবে? আমি তো অনেক পরে প্রতিবাদ করলাম, মানুষ তো ১৪ তারিখ থেকে রাস্তায়।’

উল্লেখ্য, নবীন নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয় তার কর্মস্থল আরজি কর হাসপাতালে। আর ঠিক এই কারণেই পুরস্কার ফিরিয়ে দিতে চান সুপ্রিয় দত্ত।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন