ডার্ক মোড
Saturday, 28 December 2024
ePaper   
Logo
সরকারি কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের পাঁচতলা একাডেমিক ভবন উদ্বোধন

সরকারি কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের পাঁচতলা একাডেমিক ভবন উদ্বোধন

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে সরকারি এস বি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত পাঁচতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৬ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ ভবন উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। পরে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমস্যা গুলো সমাধানের আশ্বাস দেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মো. জহিরু ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলাইমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান প্রমুখ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন’ প্রকল্পের আওতায় তিনকোটি ২৬ লাখ টাকা ব্যয়ে এ নির্মাণকাজ বাস্তবায়ন করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ভবনটি লিজা এন্টারপ্রাইজ নির্মান করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন