ডার্ক মোড
Saturday, 28 December 2024
ePaper   
Logo
মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ২৮ দুষ্কৃতিকারী আটক

মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ২৮ দুষ্কৃতিকারী আটক

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ব্যবহৃত ০২ টি ড্রেজার ০২ টি বাল্কহেড এবং ০৩টি বোটসহ ২৮ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২৭ ডিসেম্বর ২০২৪) রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ ডিসেম্বর ২০২৪ তারিখ শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর ও গজারিয়া কর্তৃক চাঁদপুরের মেঘনা নদীতে কালিরচর সংলগ্ন এলাকায় অবৈধ ড্রেজার এবং বাল্কহেড উচ্ছেদকল্পে অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ০২ টি ড্রেজার, ০২ টি বাল্কহেড, ০২ টি স্পিডবোট ও ০১ টি দেশীয় নৌকাসহ ২৮ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নির্দেশে জব্দকৃত সকল ড্রেজার, বাল্কহেড, বোট এবং আটককৃত ২৮ জন আসামিকে বেলতলি নৌ পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন