ডার্ক মোড
Sunday, 29 December 2024
ePaper   
Logo
‘যুদ্ধ হয়নি শেষ’ শিরোনামে দেশের গানের প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত

‘যুদ্ধ হয়নি শেষ’ শিরোনামে দেশের গানের প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত

পিরোজপুর সদর প্রতিনিধি

পিরোজপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা কবি হাছিবুর রহমানের লেখা ও মো. রাহাত এর সুর ও কন্ঠে “যুদ্ধ হয়নি শেষ” শিরোনামে দেশের গানের প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে এ উপলক্ষে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি থেকে এ গানের প্রথম প্রদর্শনীর উদ্বোধন করেন পিরোজপুর গণ পূর্ত বিভিগের প্রধান নির্বাহী প্রকৌশলী খায়রুজ্জামামন সবুজ।

বিশেষ অতিথি ছিলেন টগড়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আব্দুল্লাহীল মাহমুদ, জেলা জাসাস এর সভাপতি জাহিদুল ইসলাম, পিরোজপুর সংস্কৃতি কেন্দ্রের পরিচালক সোহরাব হোসেন জুয়েল ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজীদ রশিদ বাপ্পী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর সাহিত্য পরিষদের সভাপতি কবি দেলোয়ার হোসেন আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন বাবুই এর পরিচালক মেহেদী হাসান, বাবুই পাঠাগারের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক আলিফ আহম্মেদ রাজিব প্রমুখ।

উল্লেখ্য, জুলাই ২৪ এর আন্দোলনে শহীদদের স্মরণে এ গানটি আমাদের এ প্রাণের দেশটির বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক আগ্রাসনের বিরুদ্ধে নতুন প্রজন্মকে উজ্জীবিত করবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন