ডার্ক মোড
Sunday, 29 December 2024
ePaper   
Logo
সোনাইমুড়ী প্রেসক্লাবে আজীবন সদস্য হলেন জাবেদ আলম কিরণ

সোনাইমুড়ী প্রেসক্লাবে আজীবন সদস্য হলেন জাবেদ আলম কিরণ

আবু বকর ছিদ্দিক সোনাইমুড়ী (নোয়াখালী)

ঐতিহ্যবাহী সোনাইমুড়ী প্রেসক্লাবে আজীবন সদস্য নির্বাচিত হলেন দৈনিক জনতার জমিন পত্রিকার প্রকাশক, সম্পাদক ও রিলাক্স ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক জাবেদ আলম কিরণ।

শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব অডিটোরিয়ামে আজীবন সদস্য নির্বাচিত হওয়া বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাবের আলম কিরণ। অনুষ্ঠানে মাধ্যমে জাবেদ আলম কিরণকে সোনাইমুড়ী প্রেসক্লাবের আজীবন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সোনাইমুড়ী প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনাইমুড়ী প্রেসক্লাবে প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক সালা উদ্দিন পাটোয়ারী, সাবেক সভাপতি সামছুল আরেফিন জাফর, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ মতিন, সহ-সভাপতি মোঃ সেলিম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্যাহ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক, কোষাধ্যক্ষ অনুপ সিংহ, কার্যকরী কমিটির সদস্য আবুল কাসেম শামসুদ্দীন, সাবেক কোষাধ্যক্ষ আব্দুল মতিন, সদস্য একেএম মহিউদ্দিন, সদস্য শিবলু মোশাররফ।
এ সময় উপস্থিত ছিলেন, ক্লাবের দপ্তর সম্পাদক টিএ সেলিম, প্রচার সম্পাদক আবদুস সালাম মাছুম,

প্রধান অতিথির বক্তব্যে দৈনিক জনতার জমিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক জাবেদ আলম কিরণ বলেন, দেশের সকল ক্লান্তির লগ্নে সাংবাদিকরা বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন করেছে। বিভিন্ন সময়ে অনেকেই হত্যা ও নির্যাতনের শিকার হয়েছে। সাংবাদিকদের এই অবদানের কারণে দেশ অনেক দূর এগিয়ে যাবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন