ডার্ক মোড
Sunday, 29 December 2024
ePaper   
Logo
পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পিরোজপুর সদর প্রতিনিধি

"বদিউজ্জামান শেখ রুবেল এর অঙ্গিকার; মাদক ও সন্ত্রাস মুক্ত পৌর এলাকা হবে জনতার " এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৭ ডিসেম্বর) মধ্যরাস্তা যুব সংঘের উদ্যোগে বিকেলে পিরোজপুর বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় ফাইনালের নির্ধারিত সময়ে পিরোজপুর উদয়কাঠী যুব সংঘকে বাগেরহাট শরণখোলা ক্রীড়া চক্র ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা মহিলা দলের উপদেষ্টা জাকিয়া আসলাম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা শেষে বিজয়ী দল ও রানার্স আপ দলকে ট্রফি এবং পুরস্কার তুলে দেন যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখ রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, এ টুর্নামেন্ট কমিটির সভাপতি হিসেবে দায়িত্বে আছেন বিশিষ্ট সমাজসেবক আসলাম শেখ এবং সার্বিক ব্যবস্থাপনায় পিরোজপুর ওয়ানডার্স ক্লাব। এছাড়াও এ টুর্নামেন্টের আয়োজন করে মেসার্স জাকিয়া কনস্ট্রাকশন ও মেসার্স নুশাইবা বিল্ডার্স।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন