ডার্ক মোড
Saturday, 28 December 2024
ePaper   
Logo
রাজাপুরে ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত

রাজাপুরে ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলার ৩নং সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার রাতে ছোট কৈবর্তখালী এলাকার নতুন বাজারে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সভায় ৫নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. নাঈম হাসান ঈমন এর সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সজীব হোসেন বাপ্পির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. নয়ন তালুকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা ছাত্রদলের সদস্য মো. ইমরান হোসেন হাওলাদার, সদর ইউনিয়ন সভাপতি মো. তৌহিদুর রহমান খান তামান, সিনিয়র সহ-সভাপতি মো. মারজান তালুকদার, সাধারণ সম্পাদক সাকিব আল হাসান শান্ত, ছাত্রনেতা গোলাম আজম, যুবনেতা সুমন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নাসির উদ্দীনসহ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা জিয়ার আদর্শ বুকে ধারণ করে আগামী ১লা জানুয়ারী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও সফল করার লক্ষ্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক কথা বলেন।

অনুষ্ঠানে ৫নং ওয়ার্ডের বিএনপি, যুবদল, শ্রমিকদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন