ডার্ক মোড
Saturday, 28 December 2024
ePaper   
Logo
১০ অঞ্চলে কর পর্যালোচনা পরিষদ গঠন করবে ডিএসসিসি

১০ অঞ্চলে কর পর্যালোচনা পরিষদ গঠন করবে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০টি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সভাপতিত্বে কর পর্যালোচনা পরিষদ গঠন করবে সংস্থাটি। সেই লক্ষ্যে প্রতি অঞ্চলে একজন সিভিল ইঞ্জিনিয়ার ও একজন আইনজীবীর নাম চূড়ান্ত করতে কমিটি গঠন করেছে দক্ষিণ সিটি।

শুক্রবার (২৭ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ডিএসসিসির সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা একটি অফিস আদেশ জারি করে এই কমিটি অনুমোদন দিয়েছেন।

সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা জানান, গঠিত কমিটি প্রতিটি অঞ্চলের জন্য আবেদনপত্র হতে ১ জন সিভিল ইঞ্জিনিয়ার ও ১ জন আইনজীবীর নাম চূড়ান্ত করে ১০ টি অঞ্চলের জন্য ১০ টি বোর্ড গঠনের প্রস্তাব দাখিল করবে।

দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এই কমিটির আহ্বায়ক ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সদস্য সচিব প্রধান রাজস্ব কর্মকর্তাকে করা হয়েছে।

কমিটির বাকি সদস্যরা হলেন, ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (সকল), সিভিল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, আইন কর্মকর্তা এবং কর পরিবীক্ষণ শাখার উপ প্রধান রাজস্ব কর্মকর্তা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন