বোয়ালখালীতে গোবিন্দ মহারাজের তীরোধান তিথি স্মরণে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব উদযাপন
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বোয়ালখালীতে অষ্টপ্রহরব্যাপী সার্বজনীন মহানামযজ্ঞ মহোৎসব উদযাপন করা হয়।
বুধবার (২৫ ডিসেম্বর) পূর্ব গোমদন্ডী বোয়ালখালী পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ সেবাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে শ্রী শ্রী গোবিন্দ মহারাজ ধামে চট্টগ্রামের বৈষ্ণবকুল চূড়ামনি ও বৈষ্ণব ধর্মের ধারক ও বাহক শ্রীশ্রী গোবিন্দ মহারাজজীর তিরোধান তিথি স্মরণে মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী সার্বজনীন মহানামযজ্ঞ মহোৎসব ধর্মীয় রীতিনীতি ও ভাব গাম্ভীর্যের মাধ্যমে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সন্ধ্যা ছয়টায় গোবিন্দ মহারাজ ধাম মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি রিটন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিঠন চৌধুরীর উপস্থাপনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি শিল্পী বিনয়বাঁশী জলদাসের পুত্র আন্তর্জাতিক ঢোলবাদক ও বহুমাত্রিক শিল্পী বাবুল জলদাস, বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক বিপ্লব জলদাস, বোয়ালখালী থানার এএসআই মোহাম্মদ আব্দুল মতিন, মোঃ আব্দুল রাহিম, শিল্পীগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাশ, সাংস্কৃতিক সম্পাদক শিল্পী বিধান দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিল্পী দোলন জলদাস, গোবিন্দ মহারাজ ধাম মহোৎসব উদযাপন পরিষদের কার্যকরী সভাপতি উজ্জ্বল চৌধুরী, সহ-সভাপতি বিপ্লব চৌধুরী, কোষাধ্যক্ষ দুর্লভ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সনজিত চৌধুরী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশীষ চৌধুরী, টিটু চৌধুরী প্রমূখ।
আলোচনার শুরুতে দেশ ও জাতি সকলের কল্যাণে মহান সৃষ্টিকর্তার নিকট সমবেত প্রার্থনা করা হয়।
সভায় অতিথিরা বলেন ধর্মীয় শিক্ষা ব্যতীত কেহ নীতি-নৈতিকতায় সমৃদ্ধ হতে পারে না। ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানের মাধ্যমে পুণ্য অর্জন হয়। পুণ্য দ্বারা মানুষের জীবনে সুখ ও শান্তি প্রাপ্ত হয়।