ডার্ক মোড
Saturday, 28 December 2024
ePaper   
Logo
ফুলবাড়ীতে সাদ পন্থীদের কার্যক্রম বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

ফুলবাড়ীতে সাদ পন্থীদের কার্যক্রম বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে টঙ্গীর ইজতেমার মাঠে ঘুমান্ত মুসল্লিদের ওপর হামলা, হত্যা ও শীর্ষস্থানীয় আলেমদের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা, ইজতেমার মাঠ দখলের পায়তারা ও সাদ পন্থীদের নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ তাবলীগ ও ফুৃলবাড়ির সর্বস্তরের তৌহিদী জনতা।

বৃহস্পতিবার সকাল ১০ টায় ফুলবাড়ী আলমী শুরা তাবলীগ ও তৌহিদী জনতার ব্যানারে নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন তারা।

পরে তারা একত্রিত হয়ে এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে চার দফা দাবিসম্মলিত একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর প্রদান করেন আন্দোনকারীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মুফতী নজিবুল্লাহ, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম, মাওলানা মিজানুর রহমান ,মুফতী আল আমিন মাওলানা সাখাওয়াত, মাওলানা আল আমিন, মাওলানা সুলতান হামিদী, মুফতি গোলাম রব্বানী, মাওলানা আব্দুল গফুর, মাওলানা মাহাবুবুর রহমান, মুফতী সিরাজুল ইসলাম, মুফতী নুরুল্লাহসহ অন্যান্য ওলামায়ে একরামগণ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন