ডার্ক মোড
Wednesday, 01 January 2025
ePaper   
Logo
শ্রীমঙ্গলে সিএনজি চালকের তরিৎ ব্যবস্থায় মৃত্যৃ’র হাত থেকে রক্ষা পেল বিলুপ্তি প্রজাতির গিন্নী শকুন

শ্রীমঙ্গলে সিএনজি চালকের তরিৎ ব্যবস্থায় মৃত্যৃ’র হাত থেকে রক্ষা পেল বিলুপ্তি প্রজাতির গিন্নী শকুন

 

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজি চালকের তরিৎ ব্যবস্থায় মৃত্যৃ’র হাত থেকে রক্ষা পেল প্রায় বিলুপ্তি প্রজাতির গিন্নী শকুনটি। রবিবার রাত ১১ঘটিকায় উপজেলার সিন্দুরখান চা বাগান সংলগ্ন ধান ক্ষেতের মাঠে একদল কিশোরের হাত থেকে শকুন টি উদ্ধার করা হয়।

পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেবের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা শেষে রবিবার সকালে বন বিভাগের কাছে হস্থান্তর করা হয়। ওই সময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক জামিল মোমোহাম্মদ খান ও রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান।

সজল দেব জানান, এলাকার বাচ্চারা অসুস্থ্য শকুনটিকে নিয়ে খেলা করছিলো, এমন সময় সিএনজি ড্রাইভার বদরুল আলম ঘটনাটি দেখে, তাকে খবর দিলে অসুস্থ্য অবস্থায় শকুনটি উদ্ধার করে নিয়ে আসেন। তিনি আরো জানা, অতিরিক্ত শীতের কারনে গিন্নী শকুনটি মুখ থুবরে পরে থাকে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন