ডার্ক মোড
Saturday, 04 January 2025
ePaper   
Logo
কলাপাড়ায় চেনতনাশক খাইয়ে এক পরিবারের সর্বস্ব লুট, গুরুতর অসুস্থ ৬

কলাপাড়ায় চেনতনাশক খাইয়ে এক পরিবারের সর্বস্ব লুট, গুরুতর অসুস্থ ৬

পায়রা বন্দর (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে দিয়ে এক পরিবারের সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন। মঙ্গলবার ভোররাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে আব্বাস হাওলাদারের বাড়ি এ ঘটনা ঘটে।

গুরুতর অসুস্থ হলেন মো. হাওলাদার( ৮০), মোঃ আবু সালে (১২), মোঃ রাজিব(২৬),আছিয়া (৫),মোহাম্মদ জাকির (৩০)। অপরদের মধ্যে আব্বাস উদ্দিন (৩৭),মোছাম্মৎ জোসনা বেগম(৩২) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত এগারোটার দিকে আব্বাসের পরিবারের ৬ সদস্য খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকাল গড়িয়ে বেলা বাড়লেও কারো ঘুম না ভাঙায় প্রতিবেশিরা গিয়ে তাদের ঘুম ভাঙান। পরে ঘুম থেকে উঠে দেখতে পান, দুর্বৃত্তরা টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে ২ লাখ টাকা, ৩ ভরি স্বর্ন ও ৫ টি এনড্রয়েট মোবাইল সহ বিভিন্ন মালামাল লুটে নেয়। এসময় তারা গুরুতর অসুস্থ বোধ করলে প্রতিবেশিরা তাদের হাসপাতালে ভর্তি করেন। তাদের দাবি, সবার অজান্তে আগে ভাগে দুর্বৃত্তরা তাদের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে এমন কান্ড ঘটিয়েছে।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ জুয়েল ইসলাম বলেন, এঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন