রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ নিয়ে দোহারে বিএনপির উঠান বৈঠক ও শীতবস্ত্র বিতরণ
দোহার (ঢাকা) প্রতিনিধি
বিএনপি ঘোষিত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ তৃণমূল পর্যায়ে মানুষের মাঝে পৌঁছে দিতে তারেক রহমানের নির্দেশে ঢাকার দোহারে ইউনিয়ন পর্যায়ে উঠান বৈঠক ও শীতবস্ত্র বিতরন অনুষ্ঠিত হয়েছে। গত ২ জানুয়ারী থেকে উপজেলার অসহায় শীতার্ত মানুষের মাঝে সপ্তাহব্যাপী শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
শুক্রবার(৩ জানুয়ারী) দুপুর থেকে ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ তৃণমূল পর্যায়ে মানুষের মাঝে পৌঁছে দিতে উঠান বৈঠকের পাশাপাশি ৪ ইউনিয়নে শীতবস্ত্র বিতরণের আয়োজন করেন দোহার উপজেলা বিএনপি।ইউনিয়নগুলো নারিশা,রাইপাড়া,নয়াবাড়ি ও মাহমুদপুর ইউনিয়ন।
উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছেরের সভাপতিত্বে উঠান বৈঠক ও শীতবস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
উঠানে বৈঠকে ও শীতবস্ত্র বিতরনকালে আবু আশফাক বলেন, দেশের সাধারণ মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেন, শান্তিতে ও নিরাপদে থাকার জন্য। বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার মাধ্যমে তারেক রহমানের নির্দেশনায় আমরা সে লক্ষে কাজ করে যাচ্ছি। মরহুম জিয়াউর রহমান নিজে যেভাবে রাষ্ট্র সংস্কারের জন্য ১৯ দফা বাস্তবায়ন করে সাধারণ মানুষের সঙ্গে থেকে রাষ্ট্র মেরামত করেছিলেন।
সেই লক্ষ্যে আবার আগামীতে বিএনপি ক্ষমতায় গিয়ে কাজ করবে। শীতকালে গরীব-দুঃখী মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়ন করার লক্ষে প্রতিটি ওয়ার্ডে ও পাড়া-মহল্লায় গিয়ে বৈঠক করবো। আমরা দেশের মানুষের পাশে থাকবো।
দোহার উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া’র সঞ্চালনায় আরও উপস্থিতি ছিলেন, দোহার উপজেলা বিএনপি’র সাধারন-সম্পাদক মাসুদ পারভেজ, সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম জীবন বেপারী, যুগ্ন-সাধারন-সম্পাদক ইউনুস খান, সাংগঠনিক সম্পাদক আছির উদ্দিন খানঁ বাচ্চু, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী প্রমুখ।