মাদারগঞ্জে বিভিন্ন সমবায় সমিতির আমানত ফেরতের দাবীতে গ্রাহকদের উপজেলা পরিষদ ঘেরাও
জামালপুর প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে বেশ ক’টি সমবায় সমিতির প্রতারণার আশ্রয়ে প্রায় দুই হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠেছে।৪ ফেব্রুয়ারী দিনভর বিক্ষুব্দ সহস্রাধিক আমানত গ্রাহকরা শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন।
বিভিন্ন সমবায় সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারের সহায়ক কমিটির আহ্বায়ক শিপলুল বারী, মো: শফিকুল ইসলাম, সোনা মিয়া, দিদারুল আলম মিন্টুসহ অন্যান্য গ্রাহকদের বক্তব্যে বলেন- ভিক্ষুক থেকে শুরু করে প্রবাসী, অবসরপ্রাপ্ত চাকুরিজীবী, ছাত্র-শিক্ষক, গৃহিনী, স্কুল-মাদ্রাসা-মসজিদের তহবিলসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তাদের সর্বস্ব অর্থ এসব সমবায় সমিতিতে আমানত হিসেবে রাখে। বিশ্বাস অর্জনের জন্য শুরুর দিকে কিছু মুনাফা দিলেও;পরে কোন কিছুই দিচ্ছেনা।
টাকা না পেয়ে আত্মহত্যার ঘটনাও ঘটেছে।অনেক নারীর সংসার ভেঙ্গে গেছে। সমবায় সমিতিতে টাকা জমা থাকলেও অর্থাভাবে অনেক মানুষ চিকিৎসা করাতে পারছেনা। সমবায় সমিতিতে নিজের আমানতকৃত অর্থ ফেরতে পেতে প্রশাসনেরও রহস্যজনক ভূমিকা প্রশ্নবিদ্ধ করেছে।