ডার্ক মোড
Wednesday, 05 February 2025
ePaper   
Logo
রাজাপুরে রাজমিস্ত্রী হত্যা:মামলার প্রধান আসামি নাজমুল গ্রেফতার

রাজাপুরে রাজমিস্ত্রী হত্যা:মামলার প্রধান আসামি নাজমুল গ্রেফতার

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে পূর্ব শত্রুতা জেরে রাজমিস্ত্রী আবুল বাশারকে (৪৫) চাকু ও এন্টি কাটার দিয়ে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি মো. নাজমুল হাসান হাওলাদারকে (২৭) গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার গাজীপুর থেকে র‍্যাব-৮ ও র‍্যাব-১ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এর আগে সোমবার ৩ ফেব্রুয়ারি রাজাপুর থানায় নিহত আবুল বাশারের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২/৩ জনের নামে হত্যা মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত নাজমুল বিএনপির সমর্থক ও উপজেলার ইন্দ্রপাশা গ্রামের নাসির উদ্দিন পান্নু হাওলাদারের ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৮ এর মেজর সোহেল রানা ও রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন।

মামলার এজাহার ও নিহতের স্ত্রী আসমা বেগমের সূত্র জানা যায়, গত ৪/৫ দিন আগে আবুল বাশার বাজারে ওষুধ কেনার জন্য যাচ্ছিলেন। এসময় আসামিরা বিএনপির নাসিম আকনের প্রোগ্রামে যাওয়া যাবে না বলে বাড়িতে ফিরে যেতে বলে। বাশার ওষুধ কিনতে যাওয়ার কথা জানান। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও তর্কবিতর্ক হয়। এ ঘটনার জেরে ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় স্থানীয় শুকুরের চায়ের দোকানে আসামি নাজমুল হাসান রাজমিস্ত্রী আবুল বাশারের মোবাইলে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন তিনিও প্রতিউত্তর দিতে দিতে দোকান থেকে দক্ষিণ পাশে রাস্তার ওপর দাঁড়ালে আসামি নাজমুল হাসান ও মো. রাতুলসহ অজ্ঞাতনামা ২/৩ জন ধারালো চাকু ও এন্টিকাটার তার বাম হাতের কনুই ও কবজি, বুকের ডান, বাম পাশে পেটেসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়িভাবে কোপায়। নাজমুল আবুল বাশারের ডান বগলের নিচে সজোরে আঘাত করিলে শরীরে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, রাজমিস্ত্রী আবুল বাশারকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি মো. নাজমুল হাসান হাওলাদারকে ঢাকার গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে রাজাপুর থানায় আনার জন্য টিম পাঠানো হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন