ডার্ক মোড
Saturday, 04 January 2025
ePaper   
Logo
সড়ক দুর্ঘটনায় জয়পুরহাটে জায়ামাত নেতার মৃত্যু

সড়ক দুর্ঘটনায় জয়পুরহাটে জায়ামাত নেতার মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামায়াত নেতা দেলোয়ার হোসেন (৩৫) এর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

বুধবার (১ জানুয়ারি) সকাল ৮ টার দিকে জয়পুরহাট সদর উপজেলার গুয়াবাড়ি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন জয়পুরহাট সদর উপজেলার চৌমুহুনী দণ্ডপানি গ্রামের মাফেজ উদ্দিনের ছেলে এবং সদর উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর উপজেলা শাখার সভাপতির দায়িত্বে ছিলেন।

স্থানীয়রা, দেলোয়ার হোসেন বাড়ি থেকে জয়পুরহাট শহরে যাওয়ার সময় গুয়াবাড়ি ঘাট এলাকায় পৌছালে পথিমধ্যে বিপরীত দিক থেকে আরেকটি মোটরসাইকেল এসে তার মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

এই জামায়াত নেতার মৃত্যুতে তাৎক্ষণিক শোক প্রকাশ করছেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ ও সেক্রেটারি জেনারেল গোলাম কিবরিয়া মন্ডল।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন