ডার্ক মোড
Monday, 06 January 2025
ePaper   
Logo
নবাবগঞ্জে রাস্তা ও সেতু নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নবাবগঞ্জে রাস্তা ও সেতু নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহারের সীমান্তবর্তী ইমামনগর হতে নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়নের নয়ানগর সুইচগেট পর্যন্ত আধা কিলোমিটার রাস্তা ও হাসনাবাদ থেকে নয়ানগর গ্রাম পর্যন্ত ইছামতি নদীতে একটি সেতু নির্মানের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসি।

শুক্রবার দুপুরে এলাকাবাসীর ব্যানারে মানবন্ধন শেষে বিক্ষোভ ও মৌন মিছিল করেন তারা।

মানববন্ধনে অংশ নিয়ে এলাকাবাসী জানান, ইমামনগর হতে নবাবগঞ্জের বান্দুর ইউনিয়নের নয়ানগর সুইচগেট পর্যন্ত আধা কিলোমিটার রাস্তা দীর্ঘ বছর ধরে ভাঙ্গাচোরা রয়েছে। অথচ স্বাধীনতার পরবর্তীতে এ রাস্তা উন্নয়নে তেমন কোন ভূমিকা রাখেনি কোন সরকারের জনপ্রতিনিধিরা। শুধু মুখে উন্নয়নের কথা বললেও বাস্তবে তার বাস্তবায়ন করেননি কখনো। তাই বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে এলাকাবাসীর প্রানের দাবী,অতি দ্রুত এই এলাকার ১৬ হাজার বাসিন্দা সহ দোহার -নবাবগঞ্জের স্থানীয়রা এ পথে চলাচল করে আসছে।

তাই সড়কটি দ্রুত সংস্কার করে জনগণের যাতায়াতের মাধ্যমটি সহজ করুন। ইমামনগর এলাকার শেখ সাদিয়া জানান, নয়ানগর এলাকায় কোন মানুষ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া পর্যন্ত দূরুহ হয়ে পরে। ইমাননগর এলাকার কৃতি সন্তান দোহার প্রেসক্লাবের আহবায়ক শেখ সোহেল রানা বলেন, রাস্তা খারাপ হওয়ায় এ এলাকায় কোন যানবাহন সহজে প্রবেশ করেনা। এছারা সড়ক ব্যবস্থা ভালো না হওয়ায় ঠিকমত শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছেনা শিক্ষার্থীরা।

নয়ানগর এলাকার বাসিন্দা সুরভী রোজারিও, শাহাদাত খান, উজ্জ্বল খান, আবুল হোসেন ও বাবু জানান, শিক্ষার্থী ও সাধারন মানুষরা যাতে নয়ানগর থেকে হাসনাবাদ বান্দুরা সহজে যেতে পারেন সে লক্ষে এলাকাবাসী ইছামতি নদীতে বাঁশের সাঁকো তৈরি করে চলাচলের ব্যবস্থা করেন। তবে সেই বাঁশের সাকো কখনো কারও জন্য গলার কাটা হয়েও দাড়ায়। অনেকেই এ বাঁশের সাকো পার হতে গিয়ে হাত-পা ভেঙ্গেছে। আবার অনেকেই এ সাকো দিয়ে পার হতে গিয়ে সাঁতার না জানার কারনে পরে মৃত্যুবরন করেছে।

তাই বান্দুর-হাসনাবাদ থেকে নয়ানগর ইছামতি নদীর উপরের সেতু নির্মাণ ও রাস্তা সংস্কারের দাবি এলাকাবাসীর।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন