ডার্ক মোড
Saturday, 04 January 2025
ePaper   
Logo
কণ্ঠশিল্পী শেফালী ঘোষেরে ১৮তম প্রয়াণ দিবসে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শ্রদ্ধা

কণ্ঠশিল্পী শেফালী ঘোষেরে ১৮তম প্রয়াণ দিবসে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শ্রদ্ধা

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আঞ্চলিক গানের সুর সম্রাজ্ঞী একুশে পদক প্রাপ্ত কিংবদন্তি কন্ঠশিল্পী শেফালী ঘোষ এর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে শিল্পীর জন্মভূমি বোয়ালখালীর কানুনগোপাড়ায় তাঁর পৈত্রিক ভিটেতে সমাধী ও প্রতিকৃতি ভাস্কর্যে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক শ্রদ্ধা নিবেদন করা হয়।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে তাঁর সমাধিপিঠে এক মিনিট নীরবতা পালন ও তাঁর জীবন কর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক বিপ্লব জলদাস এর সঞ্চালনায় শিল্পীগোষ্ঠীর সভাপতি অনুপম বড়ুয়া পারুর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ গ্রহণ করেন শিক্ষক প্রদুল কান্তি দে, কানুনগোপাড়া গ্রামের সাবেক চেয়ারম্যান সুব্রত বিশ্বাস সিকিম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন শেফালী ঘোষ জাতির সম্পদ। এই সম্পদকে সঠিক ভাবে মূল্যায়ন ও পরিচর্যা করতে হবে, তবেই জাতি ও দেশ সমৃদ্ধ হবে।

আমরা বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী প্রশাসনের কাছে জোর দাবি জানাই বোয়ালখালীতে শেফালী ঘোষসহ মোট তিনজন একুশে পদকপ্রাপ্ত গুণীশিল্পী রয়েছেন তাঁর মধ্যে বিখ্যাত কবিয়াল রমেশ শীল ও উপমহাদেশের প্রখ্যাত ঢোল বাদক বিনয়বাঁশী জলদাস।
এই তিন গুনীশিল্পীর সমাধি সংস্কার ও বাৎসরিক জন্ম ও মৃত্যু দিবস যেন প্রশাসনিকভাবে করার উদ্যোগ গ্রহণ করে। এবং তাদের বাস্তুভিটায় জাদুঘর নির্মাণ করা হোক।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন