ডার্ক মোড
Monday, 23 December 2024
ePaper   
Logo
শেষের রোমাঞ্চে জিতল বার্সেলোনা

শেষের রোমাঞ্চে জিতল বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক

ম্যাচের শুরুতে দুই গোলে এগিয়ে থেকেও ব্যবধান ধরে রাখতে পারল না বার্সেলোনা। পাল্টা দুই গোল করে দারুণভাবে ঘুরে দাঁড়ায় এলচে। একপর্যায়ে ম্যাচ ড্রয়ের পরিস্থিতি তৈরি হয়। তবে, শেষ পর্যন্ত সেটা হয়নি। শেষদিকে গোল করে বার্সেলোনাকে রোমাঞ্চকর জয় এনে দিলেন বদলি হয়ে মাঠে নামা নিকো গনসালেস।

গতকাল শনিবার রাতে ন্যু-ক্যাম্পে লা লিগায় পয়েন্ট টেবিলের নিচের দিকের দল এলচেকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল বার্সেলোনা।

দলের হয়ে একটি করে গোল করেছেন ফেররান হুতগ্লা, জাভি ও গনসালেস। অন্যদিকে, প্রতিপক্ষের হয়ে জালের দেখা পেয়েছেন তেতে মরেন্তে ও পেরে মিইয়া।

এদিন ঘরের মাঠে ১৬তম মিনিটেই গোল পেয়ে যায় বার্সা। উসমান দেম্বেলের কর্নারে লাফিয়ে নেওয়া হেডে জাল খুঁজে নেন হুতগ্লা। এর তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন জাভি। সতীর্থের পাস নিয়ন্ত্রণের নিয়ে দ্রুত এগিয়ে গিয়ে ব্যবধান গড়েন তরুণ এই ফুটবলার।

তবে, সে স্বস্তি স্থায়ী হয়নি। বিরতির পর মুহূর্তের মধ্যে বার্সার জালে দুই গোল পাঠায় তারা। ফলে এক পর্যায়ে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে যায় কাতালানরা। তবে, শেষ দিকে বদলি হয়ে নামা আর্জেন্টাইন তরুণ গনসালেস উল্লাসে ভাসান ন্যু-ক্যাম্পকে। ডি-বক্সে জাভির পাস ধরে জোরালো শটে দলকে জয় উপহার দেন ২৩ বছর বয়সী এই ফুটবলার।

চলতি লিগে ১৭ ম্যাচে বার্সেলোনার এটি সপ্তম জয়। সঙ্গে ছয় ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠেছে তারা। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। ১৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে এলচে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন