ডার্ক মোড
Saturday, 12 July 2025
ePaper   
Logo
জামাল মুসিয়ালার ভয়াবহ চোটে স্তব্ধ ফুটবল বিশ্ব

জামাল মুসিয়ালার ভয়াবহ চোটে স্তব্ধ ফুটবল বিশ্ব

স্পোর্টস ডেস্ক

ফুটবল বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখের তরুণ তারকা জামাল মুসিয়ালার ভয়াবহ ইনজুরি। ক্লাব বিশ্বকাপে পিএসজির বিপক্ষে ২-০ গোলের পরাজয়ের ম্যাচে বাঁ পায়ের গোড়ালিতে মারাত্মক চোট পান এই জার্মান মিডফিল্ডার।

 সংঘর্ষটি একেবারে নিরীহ মনে হলেও তা যে এতটা ভয়াবহ হবে, তা কল্পনাও করেননি কেউ।  

 রিপোর্ট অনুযায়ী, মুসিয়ালার বাঁ পায়ের ফিবুলা হাড় ভেঙে গেছে এবং লিগামেন্টেও গুরুতর ক্ষতি হয়েছে। ফলে ৪ থেকে ৫ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন ২১ বছর বয়সী এই তারকা।

ঘটনাটি ঘটে প্রথমার্ধের শেষ দিকে। বাইলাইনের পাশে একটি বলের পেছনে দৌড়াতে গিয়ে পিএসজির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মার সঙ্গে সংঘর্ষ হয় মুসিয়ালার। দোনারুম্মা বলের জন্য ঝাঁপিয়ে পড়েন, আর সঙ্গে সঙ্গেই মুসিয়ালার গোড়ালিতে আঘাত লাগে।

মাটিতে গড়াতে থাকা মুসিয়ালার পা অস্বাভাবিকভাবে বাঁকানো অবস্থায় দেখে স্তব্ধ হয়ে যান তার সতীর্থরা। এমনকি দোন্নারুম্মাও ভেঙে পড়েন, হঠাৎ থেমে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়েন মাঠেই।

বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি ম্যাচের পর বলেন, “আমি খুব কম সময়ই হাফটাইমে এত রাগান্বিত হই। তবে এটা আমার খেলোয়াড়দের বিরুদ্ধে না। জামাল এই খেলাটা ভালোবাসে। এমন একটা মুহূর্তে, ও যখন পুরোনো ইনজুরি কাটিয়ে ফিরেছে, তখন আবার এমনটা হওয়া—ভয়াবহ। এটা দেখে আমাদের রক্ত গরম হয়ে উঠেছিল। ”

তিনি আরও বলেন, “এটা এমন একটা ঘটনা, যেটা আমাদের একসঙ্গে লড়াই করার প্রেরণা দিতে পারে। আমরা এখন চাই এই যন্ত্রণা থেকেই শক্তি নিয়ে পরের ম্যাচগুলো খেলতে। ”

পিএসজির খেলোয়াড়রাও প্রতিপক্ষ হয়েও মুসিয়ালার প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। অধিনায়ক মার্কিনিয়োস বলেন, “মাঠে এমন কিছু আমরা কেউই দেখতে চাই না। মুসিয়ালার প্রতি সমবেদনা ও শুভকামনা রইল। ”

ডান প্রান্তের রক্ষণভাগে থাকা আশরাফ হাকিমি বলেন, “মুসিয়ালাকে নিয়ে কথা বলাটা জরুরি। আমরা তাকে দ্রুত মাঠে ফিরে পেতে চাই। ”

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ফুটবলার মুসিয়ালার দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দিয়েছেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন